খুলনার বিপক্ষে ম্যাচে রংপুরের ব্যাটসম্যান জাহিদ জাভেদ সেঞ্চুরির দেখা পান। খুলনা প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে তোলে ২১৮ রান।
প্রথম ইনিংসে খুলনার ওপেনার এনামুল হক বিজয় করেন সর্বোচ্চ ৬১ রান। নাহিদুল ইসলাম করেন ৫১ রান। রংপুরের আরিফুল হক এবং সোহরাওয়ার্দি শুভ চারটি করে উইকেট নেন। নিজেদের প্রথম ইনিংসে রংপুরের সর্বোচ্চ রান আসে ওপেনার জাহিদের ব্যাট থেকে। ২১৭ বলে তিনি করেন ১১৫ রান। ধীমান ঘোষ করেন ৬৯ রান। খুলনার দলপতি আবদুর রাজ্জাক দুটি আর জিয়াউর রহমান তিনটি উইকেট নেন।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে খুলনার ওপেনার রবিউল ইসলাম রবি ২৯ রানে বিদায় নিলেও আরেক ওপেনার মেহেদি হাসান ৮৮ রানে অপরাজিত থাকেন। অমিত মজুমদার ১৭ রানে অপরাজিত থাকেন। বৃষ্টি বাধায় সেঞ্চুরির দেখা পাননি আগের রাউন্ডে ১৭৭ রান করা মেহেদি।
এদিকে, রাজশাহীর বিপক্ষে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে সিলেট বিভাগের ম্যাচটিও ড্র হয়। সিলেট প্রথম ইনিংসে ২২১ রানে অলআউট হয়। আর রাজশাহী ৭ উইকেট হারিয়ে ৩৭০ রান তুলে ইনিংস ঘোষণা করে। নিজেদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারানো সিলেট ১৫১ রান তুললে পরে ম্যাচটি ড্র বলে ঘোষণা করা হয়।
রাজশাহীর ওপেনার মিজানুর রহমান সেঞ্চুরি হাঁকান। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে সিলেটের ওপেনার ও দলপতি ইমতিয়াজ হোসেনও সেঞ্চুরির দেখা পান।
প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে সিলেটের ওপেনার সায়েম আলম ৪৭ রান করেন। ৬০ রান করেন আবুল হাসান। আর ৩৭ রান আসে আবু জায়েদের ব্যাট থেকে। জবাবে, নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে রাজশাহীর ওপেনার মিজানুর রহমান ১৬৯ বলে ২৪টি চার আর ১টি ছক্কায় করেন ১৪৩ রান। ৮৯ রানে বিদায় নেন জুনায়েদ সিদ্দিকী। ৪১ রান করেন দলপতি ফরহাদ হোসেন।
দ্বিতীয় ইনিংসে সিলেট দলপতি ইমতিয়াজ ১৬০ বলে ১৪টি চার আর চারটি ছক্কায় করেন ১০৮ রান। আনোয়ার আকবর ৩৬ আর রাজিন সালেহ ৩ রানে অপরাজিত থাকেন।
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, ৯ অক্টোবর ২০১৭
এমআরপি