দেখিয়ে দিলেন এখনও তিনি ফুরিয়ে যাননি। দলের প্রয়োজনে ব্যাট হাতে তিনি কতটা পারঙ্গম।
রোববার (১৫ অক্টোবর) কিম্বার্লিতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে নিজের পঞ্চম ওয়ানডে শতকের দেখা পেলেন এই টাইগার ডানহাতি মিডলঅর্ডার। আর এই সেঞ্চুরি তুলে নিতে খেলেছেন ১০৮টি বল। যেখানে চারের মার ছিল ১০টি এবং ছয়ের মার ২টি।
রাবাদা ও ইমরান তাহিরের মতো বোলারদের এতটুকুও পাত্তা না দিয়ে বীরদর্পে ব্যাট চালিয়ে এই সেঞ্চুরির দেখা পান মুশফিক।
এর আগে তার করা চারটি সেঞ্চুরির দুটিই ছিল জিম্বাবুয়ের বিপক্ষে। বাকি দুটির একটি ভারত ও অপরটি পাকিস্তানের বিপক্ষে। মুশি’র সবশেষ সেঞ্চুরিটি এসেছিল ২০১৫ সালের ৭ নভেম্বর। ঢাকায় সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে ১০৯ বলে ১০৭ রানের ইনিংসে করেছিলেন নিজের চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি।
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, ১৫ অক্টোবর ২০১৭
এইচএল/এমআরপি