নির্ধারিক সূচি অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর চলমান সীমিত ওভারের সিরিজের শেষ টি-২০ (তৃতীয়) হওয়ার কথা লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। কিন্তু সম্প্রতি শ্রীলঙ্কার ক্রিকেটাররা সেখানে যেতে অনিচ্ছার কথা জানিয়ে বোর্ডের কাছে চিঠি দেন।
তবে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) বরাত দিয়ে ‘ক্রিকবাজ’ বলছে, পাকিস্তানের হেড কোচ মিকি আর্থারের সঙ্গে কথা বলার পর লঙ্কান কোচরা পাকিস্তানে যেতে রাজি হয়েছেন। সাপোর্ট স্টাফদের মধ্যে রয়েছেন চারজন সাবেক ক্রিকেটার। হাসান তিলকরত্নে (ব্যাটিং কোচ), রুমেশ রত্নায়েকে (বোলিং কোচ), আসাঙ্কা গুরুসিনহা (ম্যানেজার) ও নিক পোথাস (প্রধান কোচ)।
পাকিস্তান সফর নিয়ে নিজেদের আগ্রহের ব্যাপারটি সাপোর্ট স্টাফদের আলাদাভাবে বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভার কাছে লিখিতভাবে জানাতে বলা হয়েছে। যেটি খেলোয়াড়রা ইতোমধ্যেই করেছে। কোচদের মনোভাবে কিছু খেলোয়াড়দের অবস্থান এখন ইতিবাচক বলে জানা গেছে।
গত মাসেই লাহোরে বিশ্ব একাদশের বিপক্ষে তিনটি টি-২০ ম্যাচ খেলেছে টিম পাকিস্তান। নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং ম্যাচ রেফারি ও দুর্নীতি দমন কর্মকর্তা পাঠাবে ক্রিকেট সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। শ্রীলঙ্কা দলকে রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ক্রিকবাজ’কে দেওয়া সাক্ষাৎকারে এসএলসি প্রেসিডেন্ট থিলাঙ্গা সুমাথিপালা বলেছেন, যারা লাহোরে যেতে ইচ্ছুক শুধু তাদেরকেই টি-২০ সিরিজের জন্য স্কোয়াডে নেওয়া হবে। শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াডে থাকা সুরাঙ্গা লাকমল ও চামারা কাপুগেদারা ২০০৯ সালের মার্চে পাকিস্তানে লঙ্কান টিম বাসে সন্ত্রাসী হামলার শিকার হয়েছিলেন। ওই ঘটনার পর থেকে প্রথম সারির টেস্ট খেলুড়ে দেশগুলো নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান ট্যুর থেকে নিজেদের দূরে রেখে আসছে। বাধ্য হয়েই বিকল্প হোম ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে বেছে নেয় পিসিবি।
সম্প্রতি পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াকার ইউনিস ও ইনজামাল উল হক নিজ দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে শ্রীলঙ্কা টিমকে পাকিস্তান সফর করার আহ্বান জানিয়েছেন। পিসিবি বরাবরই বলে আসছে আরব আমিরাতে হোম সিরিজ আয়োজনের ফলে তাদের অনেক লোকসান গুণতে হচ্ছে।
আমিরাতে ২-০ তে টেস্ট সিরিজ হারের পর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। প্রথম ওয়ানডে জিতে লিড নিয়েছে সরফরাজ আহমেদের দল।
বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, ১৬ অক্টোবর, ২০১৭
এমআরএম