এদিন টসে জিতে স্বাগতিক প্রোটিয়াদের ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। যেখানে নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৩৫৩ রান করে দলটি।
বিধ্বংসী ব্যাটিং করা এবি ডি ভিলিয়ার্স টাইগার বোলারদের হতাশ করে তুলে নেন ক্যারিয়ারের ২৫তম সেঞ্চুরি। সেঞ্চুরি করেই থেমে থাকেননি। শেষ পর্যন্ত করেছেন ১৭৬ রানের এক ম্যারাথন ইনিংস। মাত্র ১০৪ বলে ১৫টি চার ও সাতটি ছক্কায় নিজের ইনিংস সাজান। পরে ইনিংসের শেষ বলে পেসার রুবেল হোসেনের বলে সাব্বির রহমানকে ক্যাচ দিয়ে বিদায় নেন। আর শেষ ওভারে রুবেল জেপি ডুমিনি (৩০) ও ডোয়েইন প্রিটোরিয়াসকেও (০) তুলে নেন।
এর আগে ৩৬তম ওভারের শেষ বলে ওপেনার হাশিম আমলাকে (৮৫) মুশফিকুর রহিমের গ্লাভসবন্দি করে ১৩৬ রানের জুটি ভাঙেন রুবেল হোসেন। স্বস্তি ফেরে টাইগার শিবিরে।
দলীয় ১৮তম ওভারে দুই উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান সাকিব আল হাসান। দ্বিতীয় ওয়ানডে তথা এই সিরিজে বাংলাদেশের হয়ে প্রথম উইকেট শিকার করলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। ওপেনার কুইন্টন ডি কককে (৪৬) তৃতীয় বলে এলবির ফাঁদে ফেলেন তিনি। এরপর ওভারের শেষ বলে প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিসকে (০) সরাসরি বোল্ড করেন সাকিব।
বাংলাদেশ শিবিরে এ ম্যাচে আত্মবিশ্বাস জোগাচ্ছে তামিম ইকবালের একাদশে ফেরা। পেশীর ইনজুরির কারণে দ্বিতীয় টেস্ট ও প্রথম ওয়ানডে মিস করেন দেশসেরা ওপেনার। তামিম ফেরায় বাদ পড়েছেন আগের ম্যাচেই ওয়ানডেতে অভিষিক্ত তরুণ পেসার মোহাম্মদ সাইফুদ্দিন। অন্যদিকে, দ. আফ্রিকা একাদশে ইনজুরি আক্রান্ত ডেভিড মিলারের জায়গায় খেলছেন ফারহান বেহারদিন।
কিম্বার্লিতে মুশফিকুর রহিমের অপরাজিত সেঞ্চুরিতে স্কোরবোর্ডে ২৭৮ রান তুলেও বোলারদের নিদারুণ ব্যর্থতায় অসহায় আত্মসমর্পণ করে টাইগাররা। ওপেনিং জুটিতে ৪৩ বল হাতে রেখে ম্যাচ শেষ করেন দুই সেঞ্চুরিয়ান কুইন্টন ডি কক ও হাশিম আমলা।
চার বছরেরও অধিক সময় পর এই ভেন্যুতে ওয়ানডে ম্যাচ আয়োজিত হচ্ছে। সমতায় ফিরতে হলে বাংলাদেশকে ভিন্ন কিছু করতে হবে বলে মনে করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অন্যদিকে এ ম্যাচে জয় পেলে ভারতকে টপকে র্যাংকিংয়ের শীর্ষে উঠবে প্রোটিয়ারা।
টেস্ট সিরিজে (২-০) ভরাডুবির পর ওয়ানডেতে প্রতিদ্বন্দ্বিতায় ফেরার প্রত্যাশায় শুরুতেই বড় ধাক্কা হজম করতে হয় মাশরাফি-সাকিবদের। ব্যাটিং বান্ধব উইকেটে তামিম ইকবাল ও মোস্তাফিজুর রহমানের অভাবটা ভালোই টের পায় সফরকারীরা। অনুশীলনে অ্যাঙ্কেলে (গোড়ালি) চোট পাওয়ায় দ. আফ্রিকা সফরে সীমিত ওভারের সিরিজ থেকেই ছিটকে গেছেন দলের নির্ভরযোগ্য পেসার মোস্তাফিজ।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তাসকিন আহমেদ, রুবেল হোসেন।
দক্ষিন আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), হাশিম আমলা, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, ফারহান বেহারদিন, জেপি ডুমিনি, ডোয়াইন প্রিটোরিয়াস, আন্দিল ফেলুকওয়ায়ো, কাগিসো রাবাদা, ডেন প্যাটারসন, ইমরান তাহির।
বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, ১৮ অক্টোবর, ২০১৭
এমএমএস