ইমাম-উল-হকের আগে ১৯৯৫ সালে এই শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআই অভিষেকে সেঞ্চুরি হাঁকানো একমাত্র পাকিস্তানি ছিলেন সেলিম এলাহী। আর বিশ্বে ১৩তম ব্যাটসম্যান হিসেবে অভিষেকে সেঞ্চুরি করলেন ইমাম।
যদিও ৮৯ রানে উইকেটরক্ষকের তালুবন্দি হন ইমাম। তবে টিভি আম্পায়ারের ফুটেজে বিষয়টি পরিষ্কার হয়, উইকেটরক্ষকের হাতে পৌঁছানোর আগে বল মাটি স্পর্শ করে। ইমাম-উল-হকের চাচা সাবেক পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক এবং বর্তমানে পাকিস্তান দলের প্রধান নির্বাচক দেশের হয়ে একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রান (১১,৭৩৯) সংগ্রাহক।
এদিন তৃতীয় ওয়ানডেতে টসে জেতা শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে নামে। কিন্তু হাসান আলীর দুর্দান্ত বোলিংয়ে ২০৮ রানে গুটিয়ে যায় দলটি। দলের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন অধিনায়ক উপুল থারাঙ্গা। হাসান ১০ ওভারে মাত্র ৩৪ রানের বিনিময়ে পাঁচ উইকেট তুলে নেন।
পাকিস্তানি বোলার হিসেবে এদিন সবচেয়ে কম ম্যাচ খেলে ৫০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন হাসান। মাত্র ২৪ ম্যাচেই তিনি এই মাইলফলক স্পর্শ করেন। তার আগে কিংবদন্তি ওয়াকার ইউনিস ২৭ ম্যাচে ৫০ উইকেট নিয়েছিলেন। এছাড়া হাসান বিশ্বব্যাপী ৪র্থ দ্রুত ৫০ উইকেট নেওয়া বোলার হলেন। পাশাপাশি চলতি বছরে আফগানিস্তানের স্পিনার রশিদ খানকে হটিয়ে ৩৭ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি হলেন তিনি।
পরবর্তীতে পাকিস্তান ৪২.৩ ওভারেই সাত উইকেটের বড় জয় তুলে নেয়। ম্যাচে সেরা হন অভিষেক সেঞ্চুরি করা ইমাম-উল-হক।
অাগামী ২০ অক্টোবর শারজায় সিরিজের চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ০৪৪৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
জেডএস/এমএমএস