ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

ক্রিকেট

কোহলিদের নেট বোলিংয়ে শচীন পুত্র

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১২, অক্টোবর ২১, ২০১৭
কোহলিদের নেট বোলিংয়ে শচীন পুত্র ছবি:সংগৃহীত

২২ অক্টোবর মুম্বাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি খেলবে ভারত। বর্তমানে পুরো ভারতীয় দলই রয়েছে সেখানে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। তার আগে ভারতীয় দলের অনুশীলনে দেখা গেল কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের পুত্রকে।

এদিন অর্জুন টেন্ডুলকার নেটে বল করলেন বিরাট কোহালিসহ পুরো ভারতীয় দলকে। এটা খুব স্বাভাবিক নিয়ম।

যখন জাতীয় দল যে শহরে থাকে সেখানে অনুশীলনের জন্য নেটে সহকারি হিসেবে দেখা যায় স্থানীয় রঞ্জি দলের ক্রিকেটারদের।

ভারতীয় দলের অনুশীলনে ডাকা হয়েছিল মু্ম্বাই অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের। আর সেখানেই বিরাটদের বল করলেন শচীন পুত্র অর্জুন। বিসিসিআই সেই ছবি টুইট করেছে। যেখানে দেখা যাচ্ছে ১৮ বছরের জুনিয়র শচীন নেটে বল করছেন।  

বাবা বিশ্বের সেরা ব্যাটসম্যান হলে কী হবে ছেলে অর্জুন ফাস্ট বোলার। কিছুদিন আগেই লর্ডসে নেটে ইংল্যান্ড ব্যাটসম্যান জনি বেয়ারস্টোকে আউট হতে হয়েছিল অর্জুনের ইয়র্কারে।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, ২১ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।