ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টি-২০ সিরিজে ছিটকে গেলেন ডু প্লেসিস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
টি-২০ সিরিজে ছিটকে গেলেন ডু প্লেসিস টি-২০ সিরিজে ছিটকে গেলেন ডু প্লেসিস-ছবি:সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্ট সিরিজে ইনজুরির কারণে ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস। লোয়ার-ব্যাক স্ট্রেইন ইনজুরিতে ভুগছেন তিনি। তার বদলে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন জেপি ডুমিনি। যেখানে ডোয়াইন প্রিটোরিয়াসকে দলে অর্ন্তভূক্ত করা হয়েছে।

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ব্যক্তিগত ৯১ রানের মাথায় চোটে পড়েন ডু প্লেসিস। রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তিনি।

পরবর্তীতে ব্যাটিং অথবা ফিল্ডিং কোনোটিতেই ফেরেননি তিনি। নিজ শহর কেপটাউনে ফিরে চিকিৎসা নেবেন ডানহাতি ব্যাটসম্যান।

ডু প্লেসিসের ইনজুরিতে বাংলাদেশের চলমান সফরে দ.আফ্রিকার তালিকা আরও দীর্ঘ হলো। তার আগে ডেভিড মিলার চোট পান। এর আগে ওয়েন পারনেল, মরনে মরকেল, ভারনন ফিল্যান্ডার, ডেল স্টেইন, ক্রিস মরিস, লুনগি এনগিদি ও ডোয়ানে অলিভিয়েরা ইনজুরির কারণে ছিটকে পড়েছিলেন।

টি-২০ সিরিজে আগেই বিশ্রাম দেওয়া হয়েছে দলের সেরা পেসার কাগিসো রাবাদা ও স্পিনার ইমরান তাহিরকে। তবে খেলবেন এবি ডি ভিলিয়ার্স, হাশিম অমলা ও ডুমিনির মতো তারকারা।

উল্লেখ্য, টি-২০ সিরিজের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে আগামী ২৬ ও ২৯ অক্টোবর।

দক্ষিণ আফ্রিকা টি-২০ দলঃ 
জেপি ডুমিনি (অধিনায়ক), হাশিম আমলা, ফরহান বেহারদিন, কুইন্টন ডি কক, এবি ডি ভিলিয়ার্স, রবি ফ্রেইলিঙ্ক, বেউরান হেন্ডরিক্স, ডেভিড মিলার, মঙ্গোলিসো মোসলে, ড্যান প্যাটারসন, অ্যারন ফাহাঙ্গিসো, আন্দিল ফেলুকওয়ায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, তবরাইজ শামসি।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, ২৩ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।