৬৫ বছরের হেয়ারের শ্রীলঙ্কান কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরনের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে কুখ্যাতি রয়েছে। যেখানে ১৯৯৫ সালের একটি টেস্টে মুরালির বলকে বার বার চাকিংয়ের অভিযোগে ‘নো’ বল কল করেছিলেন তিনি।
হেয়ার অবশ্য তার কাজ করা দোকানের মালিককে চুরি করা ৯ হাজারের বেশি অস্ট্রেলিয়ান ডলার ফেরত দিয়ে দণ্ডাদেশ এড়িয়েছেন। সেই সঙ্গে একটি চিঠির মাধ্যমে ক্ষমা চেয়েছেন।
অস্ট্রেলিয়ার পত্রিকা সিডনি মর্নিং হেরাল্ড জানায়, হেয়ার আদালতে লিখিত বক্তব্যে জানান, তিনি জুয়ায় আসক্ত হয়ে পড়েছিলেন, যার কারণে এই কাজ করেন।
১৯৯২ থেকে ২০০৮ পর্যন্ত ৭৮টি টেস্ট পরিচালনা করা হেয়ার ক্যারিয়ার জুড়েই বিতর্কিত ছিলেন। ২০০৬ সালে তিনি ওভালে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার টেস্টে বিতর্ক সৃস্টি করেন। অভিযোগ করেন পাকিস্তানি বোলাররা বল টেম্পারিংয়ে জড়িত।
এ ঘটনার পর হেয়ারকে আম্পায়ারদের টেস্ট প্যানেল থেকে বরখাস্ত করা হয়। তবে দুই বছর পর ফিরলেও জাতিগত বৈষম্যের কারণে আইসিসি তাকে অব্যাহতি দেয়।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ২৪ অক্টোবর, ২০১৭
এমএমএস