সেই ঘটনার পর পুলিশের কাছে গ্রেফতারও হন স্টোকস। ঘটনায় তার সঙ্গে আরও ছিলেন জাতীয় দলের আরেক ক্রিকেটার অ্যালেক্স হেলস।
কাই ব্যারি ও বিলি ও’কনেল নামে দম্পতি জানান, স্টোকসের সঙ্গে আমরা ক্লাবে সাক্ষাত করি। সে আমাদের ড্রিংকস এনে দেন। হেলসের সঙ্গেও আমরা দেখা করি। এক সংবাদপত্রের সাক্ষাতকারে ও’কনেল বলেন, ‘আমরা স্টোকসের প্রতি খুবই কৃতজ্ঞ যে, আমাদের সাহায্যে সে এগিয়ে এসেছিল। সে ছিল রিয়েল হিরো। কাই ভয় পেয়েছিলো তার ওপর আক্রমণ হতে পারে ভেবে। যদি স্টোকস হস্তক্ষেপ না করতো তবে আমাদের জন্য বাজে একটি দিন হয়ে থাকতো। ’
পরে কাই ব্যারি বলেন, ‘আমি কোনো যোদ্ধা নই, আর আমরা চাইনি কোনো লড়াই করতে। আমাদের বড় কোনো দুর্ঘটনা হতে পারতো। তবে বেন ছিল সত্যিকারের জেন্টলম্যান। ’
ও’কনেলের আশা অ্যাশেজে ইংলিশ দলে আবারও ফিরবেন স্টোকস, ‘বেন সত্যিই অসাধারণ একজন মানুষ। আমি মনে করি সে ইংল্যান্ডের অ্যাশেজ দলে ফিরবেন। এ ঘটনার জন্য তার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেলে সেটি হবে দুঃখজনক। সে শুধুমাত্র কাইকে বাঁচাতে চেয়েছিল। ’
রোববার অ্যাশেজ সিরিজ খেলেতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেবে ইংল্যান্ড দল। আগামী ২৩ নভেম্বর ব্রিসবেনে গ্যাবায় পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ২৮ অক্টোবর, ২০১৭
এমএমএস