ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘মাশরাফিকে দলে পাওয়া ভাগ্যের ব্যাপার’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
‘মাশরাফিকে দলে পাওয়া ভাগ্যের ব্যাপার’ ছবি: সংগৃহীত

বিপিএলের এবারের আসরে রংপুর রাইডার্সে টাইগার ওয়ানডে দলপতি মাশরাফি বিন মর্তুজাকে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছেন রংপুরের ইংলিশ অলারাউন্ডার রবি বোপারা। মাশরাফির মতো ক্রিকেটার যে কোনো দলের জন্যই সৌভাগ্যের প্রতীক বলে তিনি মনে করেন।

মাশরাফি দলে থাকা মানেই বাড়তি প্রেরণা বলে বিশ্বাস এই ইংলিশ মিডল অর্ডার ব্যাটসম্যান ও মিডিয়াম পেসারের।

বাংলাদেশ ক্রিকেটের দিন-বদলের নায়ক এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে (বিপিএল) সর্বাধীক শিরোপাজয়ী (৩ বার) অধিনায়ক মাশরাফি এবার নেতৃ্ত্ব দিচ্ছেন রংপুরকে।

সেই মাশরাফিকে এবার নিজ দলে পেয়েছেন টি-টোয়েন্টির স্পেশালিস্ট বোপারা।

তিনি জানান, ‘মাশরাফি এমনই এক প্লেয়ার যে কীনা নিজের শতভাগ উজাড় করে দিয়ে খেলে। তার মতো একজন অধিনায়ক দলে থাকলে কেউই আলস্য নিয়ে বসে থাকতে পারবে না। তাছাড়া সে একজন ভালো ক্রিকেটারও। তার বোলিং অ্যাকুইরিসি অসাধারণ। ব্যাটিংয়ে নেমে স্পিনারদেরও সে দারুণ খেলে। তার মতো ক্রিকেটার পাওয়া যে কোনো দলের জন্যই ভাগ্যের। ’

শনিবার (২৮ অক্টোবর) বিকেলে মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে অনুশীলন শেষে সংবাদ মাধ্যমকে বোপারা মাশরাফিকে নিয়ে এমন মন্তব্য করেন।

এসময় বিপিএলে জয়ের প্রত্যয় ব্যক্ত করেন এই ইংলিশ অলরাউন্ডার, ‘অবশ্যই আমরা জিততে চাই। আমি এখানে হারতে আসিনি। ’

বিগত আসরগুলোর ধারাবাহিকতায় বিপিএলের এবারের আসরটিও তারকাখচিত। দ. আফ্রিকায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগ বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বনন্দিত অনেক ক্রিকেটারই আসছেন বিপিএলে অংশ নিতে। রংপুর রাইডার্সই দলে ভিড়িয়েছে ক্রিস গেইল, ব্র্যান্ডন ম্যাককালাম, লাসিথ মালিঙ্গার মতো তারকা ক্রিকেটারদের। আর ঢাকার হয়ে কুমার সাঙ্গাকারা, শেন ওয়াটসন, শহীদ আফ্রিদি, মোহাম্মদ আমির, সুনিল নারাইনের মতো টি-টোয়েন্টি ব্লাস্টরাতো আছেনই।

বাকি পাঁচটি দলেও তারকা ক্রিকেটারদের কোনো কমতি নেই। তাই এবারের লড়াইটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেই মত বোপারার, ‘বিপিএলে এর আগেও বড় বড় তারকা প্লেয়াররা খেলেছে। যেমন গত বছর সাঙ্গাকারা ও ব্রাভোর মতো অসংখ্য বড় বড় সব তারকা খেলেছে। আশা করছি এবারের প্রতিদ্বন্দ্বিতা বেশ ভালোই হবে। ’

আর মাত্র ৬ দিনের ব্যবধানেই (৪ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস ও সিলেট সিক্সার্সের মধ্যকার ম্যাচ দিয়ে এবারের বিপিএলের পর্দা উঠেবে। একই ভেন্যুতে দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সকে মোকাবেলা করবে গতবারের রানার্সআপ রাজশাহী কিংস।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ২৮ অক্টোবর ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।