এক ইনিংসে ক্যারিয়ার সেরা বোলিং প্রদর্শন করেন ২৭ বছর বয়সী স্টার্ক। এর আগে কখনোই ৬ উইকেটের বেশি পাননি।
দুই পেসার ট্রেন্ট কোপল্যান্ড ও স্টার্কের বোলিং তোপে অসহায় অাত্মসমর্পণই করে ট্রাভিস হেডের সাউথ অস্ট্রেলিয়া। দুই ইনিংসে তাদের স্কোর ৯২ ও ২০৬। নিউ সাউথ ওয়েলস প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৪২ রান তোলে। ১৫০ রানের লিডই পার্থক্য গড়ে দেয়।
প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়ে প্রতিপক্ষকে মাত্র ৯২ রানে গুটিয়ে দেন তিনটি টেস্ট খেলা ৩১ বছর বয়সী কোপল্যান্ড। দু’টি করে নেন স্টার্ক ও প্যাট কামিন্স। নিজেদের দ্বিতীয় ইনিংসে ছিল ‘স্টার্ক শো’। একাই আট ব্যাটসম্যানকে সাজঘরে পাঠান। অথচ প্রথম ইনিংসের দুঃস্বপ্ন ভুলে সাউথ অস্ট্রেলিয়ার শুরুটা হয়েছিল উড়ন্ত। ১৩৭ রানের ওপেনিং জুটি ভাঙেন স্টার্ক। এরপর আর কেউই হাল ধরতে পারেনি। ২০৬ রানে অলআউট হলে স্মিথদের টার্গেট দাঁড়ায় মাত্র ৫৭।
আগামী ২৩ নভেম্বর ব্রিসবেনে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। বহুল প্রতিক্ষীত অ্যাশেজ সিরিজের আগে শেফিল্ড শিল্ড দিয়ে বোলিংয়ের ধার বাড়িয়ে নিচ্ছেন স্টার্ক। পরবর্তী ম্যাচে (৪ নভেম্বর শুরু) নিউ সাউথ ওয়েলসের প্রতিপক্ষ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ২৯ অক্টোবর, ২০১৭
এমআরএম