কাইল হোপের জায়গায় সুযোগ পেয়েছেন অ্যামব্রিস। সম্প্রতি বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে ১-০ তে টেস্ট সিরিজ জয়ের স্কোয়াডে এই একটি পরিবর্তনই আনা হয়েছে।
ধারাবাহিক পারফরম্যান্সে সম্ভাবনাময় অ্যামব্রিস। একমাত্র ওয়ানডেতে ৩৮ রানে অপরাজিত ছিলেন। সফরকারী শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে চারদিনের ম্যাচের সিরিজে নির্বাচকদের নজর কাড়েন তিনি। তিনটি প্রথম শ্রেণির ম্যাচে দু’টি সেঞ্চুরি হাঁকান।
দল যখন খারাপ পজিশনে তখনই সেরাটা বের হয়ে আসে অ্যামব্রিসের। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ টিমের টপঅর্ডারের বেশিরভাগ উইকেট পতনের পর দায়িত্বশীল ব্যাটিংয়ে সেঞ্চুরিগুলো উপহার দেন তিনি। সিরিজ নির্ধারণীতে ৩৫ রানে পাঁচ উইকেট হারিয়ে চাপের মুখে ১০১ রানের অসাধারণ ইনিংস খেলেন। যেখানে ক্যারিবীয়দের প্রথম ইনিংসের সংগ্রহ ১৮১।
সব মিলিয়ে পাঁচ ইনিংসে ৫৫.৬০ গড়ে ২৭৮ রান করেছেন। যা সিরিজের সর্বোচ্চ। স্বাগতিকরা ২-১ এ সিরিজটি হেরে গেলেও উজ্জ্বল ছিলেন সুনীল অ্যামব্রিস।
গত জুনে অভিষেকের পর রানখরার কারণেই বাদ পড়েছেন কাইল হোপ। ১৩ ইনিংস শেষে তার সর্বোচ্চ আন্তর্জাতিক স্কোর ৪৬। ইংল্যান্ড ও জিম্বাবুয়ে সফরে ফর্মে ফিরতে ব্যর্থ হন। বুলাওয়েতে তিন ইনিংস মিলিয়ে তার ব্যাট থেকে আসে ৬০।
আগামী ১ ডিসেম্বর ওয়েলিংটনে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে দু’দল। খেলা শুরু বাংলাদেশ সময় ভোর ৪টায়। একই সময়ে দ্বিতীয় ও শেষ টেস্ট হ্যামিল্টনে ৯ ডিসেম্বর থেকে। টেস্টের পর তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি রয়েছে।
ও. ইন্ডিজ টেস্ট স্কোয়াড: জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রেইগ ব্রাথওয়েট, সুনীল অ্যামব্রিস, দেবেন্দ্র বিশু, জার্মেইন ব্ল্যাকউড, রোস্টন চেজ, মিগুয়েল কামিন্স, শেন ডউরিচ, শ্যানন গ্যাব্রিয়েল, শিমরন হেটমায়ার, শাই হোপ, আলজারি জোসেফ, কাইরন পাওয়েল, রেমন রেইফার, কেমার রোচ।
বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, ৬ নভেম্বর, ২০১৭
এমআরএম