নিজেদের চতুর্থ ম্যাচে আগে ব্যাট করে খুব একটা সুবিধা করতে পারেনি সিলেট সিক্সার্স। খুলনা টাইটান্সের বিপক্ষে নির্ধারিত ২০ ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে ১৩৫ রান তোলে স্বাগতিকরা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে আগের তিন ম্যাচের মতো সূচনাটা ভালো হয়নি সিলেটের। শফিউল ইসলামের বলে ব্যক্তিগত চার রানে বিদায় নেন ওপেনার আন্দ্রে ফ্লেচার। ২৬ রান করে খুলনা অধিনায়ক মাহমুদউল্লাহর বলে আউট হন গত তিন ম্যাচেই হাফ সেঞ্চুরির দেখা পাওয়া লঙ্কান বাহাতি ব্যাটসম্যান উপুল থারাঙ্গা।
শূন্যরানে আর্চারের বলে মাহমুদউল্লাহকে ক্যাচ দিয়ে ফেরেন সাব্বির রহমান। ২৬ রান আসে আরেক লঙ্কান ধানুসকা গুনাথিলাকার ব্যাট থেকে। তিনিও মাহমুদউল্লাহর বলে আউট হন। আর ২৭ রান করে আর্চারের দ্বিতীয় শিকার হন রস উইথলি।
এক পাশে যখন আসা-যাওয়ার মিছিল অন্যপ্রান্তে তখন আগলে রেখে ব্যাট চালান সিলেট অধিনায়ক নাসির হোসেন। ৩৫ বলে পাঁচটি চারের সাহায্যে ৪৭ রানে অপরাজিত থাকেন তিনি। খুলনার হয়ে সর্বোচ্চ দু’টি করে উইকেট পান মাহমুদউল্লাহ ও আর্চার।
১৩৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে খুলনার ওপেনার নাজমুল হোসাইন শান্ত ৭ রানে বিদায় নেন। আরেক ওপেনার চ্যাডউইক ওয়ালটন করেন ৭ বলে ১১ রান। চার নম্বরে ব্যাটিংয়ে নেমে রিলে রুশো ১৭ বলে তিনটি বাউন্ডারিতে ১৯ রান করে সাজঘরে ফেরেন। খুলনার দলপতি মাহমুদুল্লাহ ২৩ বলে করেন ২৭ রান।
তিন নম্বরে নামা মাইকেল ক্লিনগার ৩৬ বলে ৫টি চারের সাহায্যে ৪৭ রান করে অপরাজিত থাকেন। কার্লোস ব্রাথওয়েইট ১৬ বলে ২টি ছক্কায় ২৩ রান করে অপরাজিত থাকেন।
সিলেটের স্পিনার তাইজুল ইসলাম ৪ ওভারে ১৯ রানে তুলে নেন টপঅর্ডারের তিন উইকেট।
বাংলাদেশ সময়: ২২৫৬ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
এমআরপি/জেডএস