আগের পাঁচ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে এবার নতুন ভাবে যোগ হচ্ছে মুলতান সুলতান। যেখানে পুরোনো পাঁচটি দল তাদের আগের ৯ ক্রিকেটারকে রেখে দিতে পারবে।
২০১০ সালে ইংল্যান্ডে বাট ও আসিফের সঙ্গে সেই অভিযোগে জড়িয়েছিলেন মোহাম্মদ আমিরও। তিন জনকেই শাস্তি হিসেবে বিভিন্ন সময়ের জন্য জেল খাটতে হয়। তবে শাস্তি ও নিষেধাজ্ঞা শেষে পাকিস্তান জাতীয় দলে আবারও খেলছেন আমির।
কিন্তু ঘরোয়া লিগে ফিরলেও জাতীয় দলে ফেরাটা কঠিন হয়ে যাচ্ছে বাট ও আসিফের। এ ক্ষেত্রে বয়সটা অবশ্য তাদের জন্য বড় বাধা। তবে এবারের নিলামে রাখা হচ্ছে এক সময়ের এই তারকাদের।
এদিকে পিএসএলের দ্বিতীয় আসরে নিলামে ডাকা হয়েছিল বাট-আসিফকে। কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজিই তাদের প্রতি আগ্রহ দেখায়নি। তবে এবারে নতুন দল মুলতান আসায় আশা রাখছেন তারা।
বাট নিলামে গোল্ড ক্যাটাগরিতে রয়েছেন। আর আসিফকে সিলভার ক্যাটাগরিতে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ১১ নভেম্বর, ২০১৭
এমএমএস