রাজশাহীর কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হারের পর মাশরাফি চিন্তিত, ‘চিন্তিত হওয়ার কারণ অবশ্যই আছে। হারলে সব কিছু কঠিন হয়ে যায়।
শনিবার (১১ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সম্মেলন কক্ষে এসে এমনটিই বললেন রংপুর দলপতি মাশরাফি।
তিন ম্যাচে রংপুরের দুটিতেই হার। টুর্নামেন্টের শেষ চারে খেলতে হলে গ্রুপ পর্বে মোট ১২ ম্যাচের নুন্যতম ৬টিতে জয়ের কোনো বিকল্পই নেই। সাতটি হলে নিশ্চিত থাকা যায়। কতটা সহজ হবে সেই কাজটি? তাছাড়া দলের এমন অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোটাই বা কতটুকু সহজ?
উত্তরে মাশরাফি বললেন, ‘আমাদের জন্য এখন কামব্যাক করা খুবই কঠিন। সামনে বড় বড় দলগুলোর সঙ্গে খেলতে হবে। টি-টোয়েন্টি খেলা কখন কী হয়ে যায় তা বলা কঠিন। তবে একবার মোমেন্টাম পেয়ে গেলে ভালো হয়। সামনে চার-পাঁচদিন খেলা নেই। এ ধরনের সময়ে দ্রুত খেলা পেলে ভালো হয়। আমাদের এখন ধৈর্য্য ধরে অপেক্ষা করতে হবে। ’
তবে রাজশাহীর ব্যাটিং ইনিংসের শুরুতেই রংপুর ফিল্ডার নাজমুল হাসান অপু যদি মুমিনুল হকের ক্যাচ মিস না করতেন তাহলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারতো বলে বিশ্বাস এই রংপুর দলপতির। তাছাড়া টস জিতে আগে ব্যাটিংয়ে নেমেও কাঙ্খিত সংগ্রহ তার দল পায়নি বলে মনে করেন মাশরাফি।
ম্যাশ যোগ করেন, ‘শুরুতে একটা ক্যাচ নিতে পারলে ম্যাচে ফিরতে পারতাম। জানতাম মুমিনুল প্রথম ছয় ওভারে বড় কিছু করতে চাইবে। তখন তাকে আউট করতে পারলে ভালো হতো। এ ছাড়া আমাদের ১৫-২০ রান তো কম ছিলোই। ’
এদিকে রাজশাহীর বিপক্ষে এই ম্যাচে টস জিতে ব্যাটিং নেয়ার সিদ্ধান্তটা ভুল সিদ্ধান্ত ছিল কথাটি অকপটে স্বীকার করলন এই রংপুর কাপ্তান, উইকেটে আগে বোলিং করলে ভালো হতো, ব্যাটিং নেওয়ার পর সেটা মনে হয়েছে। কোচের সঙ্গে এ বিষয়ে আমার আলোচনাও হচ্ছিলো। আগে বোলিং নিলে ভালো হতো। কেননা উইকেট আঁঠালো ছিলো। আগে বোলিং করলে হয়তো একটু সহায়তা পেতাম। যেটা মিরাজ পেয়েছে। চিন্তাটা ভুল ছিলো। ’
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, ১১ নভেম্বর ২০১৭
এইচএল/এমআরপি