দ. আফ্রিকা সফরের পর হাথুরুসিংহে বাংলাদেশে না ফিরে অস্ট্রেলিয়ায় চলে যান। এরপর থেকে বিসিবির সঙ্গে কোনো যোগাযোগ নেই তার।
এদিকে, খবর রটেছে হাথুরুসিংহে নিজ দেশ শ্রীলঙ্কার প্রধান কোচের দায়িত্ব নিতে পারেন। আরও জানা যায়, হাথুরুসিংহের পরিবার অস্ট্রেলিয়ায় থাকায় সেখানকার একাডেমি কোচের দায়িত্ব নিতে পারেন।
তবে, লঙ্কান ওপেনার দিমুথ করুনারত্নে জানালেন, কোচ হিসেবে শ্রীলঙ্কার জাতীয় দলের দায়িত্ব নিতে পারেন হাথুরুসিংহে। আর সেটা হলে জাতীয় দল আরও ভালো করবে বলে মত এই বাঁহাতি ব্যাটসম্যানের। তিনি জানান, ‘অবশ্যই হাথুরুসিংহে জাতীয় দলের কোচ হলে আমাদের জন্য ভালো হবে। কারণ, বর্তমান দলের অনেক ক্রিকেটারের সাথেই তার ভালো সম্পর্ক রয়েছে। আমি জুনিয়র লেভেলে তার অধীনে ছিলাম। এটা আমাদের জন্য ভালো খবর। কিন্তু আমি এখনও জানি না তিনি আসবেন কি না!’
লঙ্কান এই তারকা আরও যোগ করেন, ‘আমি মিডিয়াতে শুনেছি হাথুরুসিংহে আমাদের কোচ হতে যাচ্ছেন। অফিসিয়ালি এখনও কোনো সিদ্ধান্ত আসেনি। তাই এটা নিয়ে নিশ্চিত করে বলার সময় হয়নি। এটা বোর্ডের সিদ্ধান্ত, আমরা সেই সিদ্ধান্ত শোনার অপেক্ষায় আছি। ’
বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, ১২ নভেম্বর ২০১৭
এমআরপি