ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

নেপালের কাছে দ্বিতীয় ম্যাচেও হারলো বিকেএসপি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৩, নভেম্বর ১৩, ২০১৭
নেপালের কাছে দ্বিতীয় ম্যাচেও হারলো বিকেএসপি ছবি: সংগৃহীত

চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচেও বিকেএসপি নারী দল জয়ের দেখা পায়নি। সফরকারী নেপালের বিপক্ষে ৬ উইকেটে হেরেছে স্বাগতিক বিকেএসপি।

চার ম্যাচের সিরিজে টানা দ্বিতীয় জয়ে নেপাল ২-০তে লিড নেয়।

বিকেএসপির ১ নং ক্রিকেট গ্রাউন্ডে স্বাগতিকরা টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।

ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে সুবহানা মুস্তারীর ৩৪ বলে অপরাজিত ৪৮ রানের উপর ভর করে ৩ উইকেট হারিয়ে বিকেএসপি ১০৮ রান সংগ্রহ করে। জবাবে নেপাল ১৯.২ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে।

নেপালের জ্যোতি পান্ডে ২৫, সীতা রানা ২০ ও ন্যারী থাপা ৩০ রান করেন। ন্যারি থাপা ব্যাটিং ও বোলিং এ বিশেষ ভূমিকা রাখায় প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন বিকেএসপির সিনিয়র কোচ মন্টু দত্ত।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সিরিজের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, নেপাল দলটি ২০১৮ সালের নারী বিশ্বকাপ কোয়ালিফাইং রাউন্ডের যোগ্যতা নির্ধারণীর প্রস্তুতি ম্যাচ খেলার জন্য বাংলাদেশে এসেছে।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, ১৩ নভেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ