তাদের উপস্থিতিতে শনিবার (১৮ নভেম্বর) মিরপুরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে পূর্ণ শক্তির দলটি মাঠে নামবে। আর মাঠে নেমে ম্যাককালাম ও গেইল কেমন খেলেন সেটি দেখার অপেক্ষায় রংপুর দলপতি মাশরাফি বিন মর্তুজা, ‘গেইল-ম্যাককালাম টি-টোয়েন্টিতে অন্যতম সেরা।
বুধবার (১৫ নভেম্বর) রাজধানীর বারিধারায় তিনি একথা বলেন।
বিপিএলের চলতি আসরে রংপুরের পারফরম্যান্স নিয়েও এ সময় কখা বলেন টাইগারদের দিন বদলের দলপতি, ‘আমরা পয়েন্ট তালিকায় ভালো অবস্থা নেই। সেদিক দিয়ে হ্তাশাজনক। ’
তবে সেই হতাশা কাটিয়ে রাইডার্সরা খুব শিগগিরই খেলায় ফিরবে বলে বিশ্বাস তার, ‘আমাদের দলটার রিগ্রুপ করার সুযোগ হচ্ছে। সেটা করে পরের ম্যাচে নামতে পারলে ইতিবাচত ফল আশা করছি। ’
উল্লেখ্য, বিপিএলে তিন ম্যাচে ১ জয় ও ২ হারে ২ পয়েন্ট নিয়ে ৭ দলের মধ্যে টেবিলের ৫ নাম্বারে অবস্থান করছে মাশরাফির রংপুর রাইডার্স। আর ৬ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে নাসিরের সিলেট সিক্সার্স। সিলেটের চাইতে দুই ম্যাচ কম খেলে ৬ পয়েন্টে দুই নাম্বারে সাকিবের ঢাকা ডায়নামাইটস।
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ১৫ নভেম্বর, ২০১৭
এইচএল/এমএমএস