দিনের প্রথম ম্যাচে রাজশাহী কিংসকে মোকাবিলা করবে সিলেট সিক্সার্স। সন্ধ্যায় খুলনা টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে চিটাগং ভাইকিংস।
অন্য দিন দুপুর ১টায় প্রথম ম্যাচ ও সন্ধ্যা ৬টায় দিনের দ্বিতীয় ম্যাচ শুরু হয়। শুক্রবার ব্যতিক্রম। দুপুর ২টায় রাজশাহী-সিলেট ও সন্ধ্যা ৭টায় খুলনা-চিটাগং ম্যাচ মাঠে গড়বে।
সাত দলের পয়েন্ট টেবিলে একেবারে তলানিতে ৪ ম্যাচের একটিতে জয় পাওয়া রাজশাহী কিংস। ৬ ম্যাচে তিন জয়, ২ হার ও পরিত্যক্ত ম্যাচে ১ পয়েন্ট নিয়ে সিলেটের সংগ্রহ ৭। পাঁচ ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে চার নম্বরে খুলনা টাইটান্স ও সমান ম্যাচে ৩ পয়েন্টে পাঁচে চিটাগং ভাইকিংস।
তিন ম্যাচ খেলে এক জয়ে ২ পয়েন্ট পাওয়া রংপুর রাইডার্স ষষ্ঠ স্থানে। তিন নম্বরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স (চার ম্যাচে তিন জয়ে ৬)। শীর্ষস্থান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের দখলে। পাঁচ ম্যাচে সিলেটের সমান ৭ পয়েন্ট হলেও নেট রান রেটে এগিয়ে সাকিবের টিম।
বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ১৭ নভেম্বর, ২০১৭
এমআরএম