এতে করে বিপিএলের চলতি আসরে ঢাকার প্রথম পর্বে তাকে পাওয়া যাচ্ছে না, ২৪ নভেম্বর থেকে অনুষ্ঠেয় চট্টগ্রাম পর্বেও তাকে পাওয়া যাবে কী না সেটা নিয়েও থাকছে সংশয়।
শনিবার (১৮ নভেম্বর) মোস্তাফিজকে নিয়ে এমন তথ্য দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
দেবাশীষ আরও যোগ করেন, ‘সে এখন রিহ্যাব করছে। ভালোও আছে এবং বোলিংও করতে পারছে। ’
মোস্তাফিজকে নিয়ে বিসিবির নূন্যতম ঝুঁকিও না নেয়ার প্রধান কারণ হলো আসন্ন ত্রিদেশীয় সিরিজ। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে আগামী ১৫ জানুয়ারি থেকে সিলেটে তিন জাতির একটি সিরিজ মাঠে গড়ানের কথা রয়েছে। যেখানে তার উপস্থিতি শতভাগ নিশ্চত করতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গেল সেপ্টেম্বরে দ. আফ্রিকায় সিরিজ খেলতে গিয়ে বাঁপায়ের গোঁড়ালিতে চোট নিয়ে ফেরা মোস্তাফিজ পুরোপুরি সেরে উঠতে এখন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন। ফলে বিপিএলের চলতি আসরের শুরু থেকেই মাঠের বাইরে টাইগারদের এই পেস বোলিং সেনসেশন।
বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, ১৮ নভেম্বর ২০১৭
এইচএল/এমআরপি