ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের এটি দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। এর আগে ২০০৫ সালে চেন্নাইয়ে ১৬৭ রানে অলআউট হয়েছিল স্বাগতিক দেশটি।
ভারতের প্রথম ইনিংস শেষ হতে অবশ্য তৃতীয় দিন লেগে যায়। বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে প্রথম দু’দিন মাত্র ৩২ ওভারের মতো খেলা হয়েছিল। দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করে ভারতের সম্মান কিছুটা হলেও রক্ষা করেন চেতশ্বর পুজারা। আর শেষ দিকের ব্যাটসম্যানদের কল্যানে দেড়শ রান ছাড়ায় ভারত।
লঙ্কার সবচেয়ে সফল বোলার সুরাঙ্গা লাকমাল। ডানহাতি এ পেসার ১৯ ওভার বল করে ১২ মেডেন দিয়ে ২৬ রানের বিনিময়ে চারটি উইকেট তুলে নেন। অন্য দুই বোলার লাহিরু গামাগে ও দাসুন সানাকা দুটি করে উইকেট পান।
ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কার ওপেনার সাদিরা ২৩ রানে বিদায় নেন। তার আগে আরেক ওপেনার দিমুথ করুনারত্নে (৮) সাজঘরে ফেরেন। লাহিরু থিরিমান্নে ৫১ রান করেন। ৫২ রান আসে অ্যাঞ্জেলো ম্যাথুজের ব্যাট থেকে। দিনেশ চান্দিমাল ১৩ এবং নিরোশান দিকওয়েলা ১৪ রানে অপরাজিত থাকেন। ভারতের ভুবনেশ্বর কুমার এবং উমেস যাদব দুটি করে উইকেট পান।
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ১৮ নভেম্বর, ২০১৭
এমআরপি