শনিবার (১৮ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় মাঠে নামে দুই দল।
চার ম্যাচ খেলে চলমান বিপিএলের তিনটিতেই জয় তুলে নিয়েছে আইকন তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
এদিকে, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অন্যতম তারকা ক্রিকেটার রশিদ খানের সঙ্গে যোগ দিয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক, পেসার হাসান আলী।
শনিবার (১৮ নভেম্বর) দিনের প্রথম ম্যাচে (১৯তম ম্যাচে) মুখোমুখি হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস ও গতবারের রানার্সআপ রাজশাহী কিংস। রাজশাহী কিংসকে ৬৮ রানে হারিয়ে শীর্ষে থাকা সাকিবের ঢাকা পয়েন্ট টেবিলে নিজেদের স্থান আরও মজবুত করে। ৬ ম্যাচ খেলে তাদের সংগ্রহ সর্বোচ্চ ৯। অপরদিকে রাজশাহী সমান ম্যাচ খেলে জিতেছে দুটিতে, পয়েন্ট ৪।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: তামিম ইকবাল (অধিনায়ক), ইমরুল কায়েস, মারলন স্যামুয়েলস, শোয়েব মালিক, জস বাটলার, লিটন দাশ (উইকেটরক্ষক), মোহাম্মদ সাইফুদ্দিন, আল আমিন হোসেন, হাসান আলী, রশিদ খান, মেহেদী হাসান।
রংপুর রাইডার্স: ব্রেন্ডন ম্যাককালাম, ক্রিস গেইল, রবি বোপারা, থিসারা পেরেরা, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), রুবেল হোসেন, সোহাগ গাজী, শাহরিয়ার নাফিস, নাজমুল ইসলাম, কুশল পেরেরা।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ১৮ নভেম্বর ২০১৭
এমআরপি