২০১০ সালের পর ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে এবারই প্রথম লিড পেল লঙ্কানরা। সর্বশেষ সাত বছর আগে ঘরের মাঠ গলে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে লিড নিয়েছিলো।
তৃতীয় দিন লাহিরু থিরিমান্নে ও অ্যাঞ্জেলো ম্যাথিউস হাফসেঞ্চুরি করার পর ব্যাট হাতে দায়িত্ব নেন অধিনায়ক দিনেশ চান্দিমাল ও নিরোশান দিকভেলা। তাদের পঞ্চম উইকেট জুটিতেই লিড পায় সফরকারীরা। তবে তারা যথাক্রমে ২৮ ও ৩৫ রানে বিদায় নেন।
শ্রীলঙ্কার ইনিংসে অবশ্য বড় ভূমিকা রাখেন ব্যাটসম্যানের দায়িত্ব নেওয়া রঙ্গনা হেরাথ। তার দলীয় সর্বোচ্চ ৬৭ রানে ভর করেই ভালো লিড পায় দলটি। ১০৫ বলে নয়টি চারের সাহায্যে নিজের ইনিংস সাজান ক্যারিয়ারে তৃতীয় হাফসেঞ্চুরি করা হেরাথ।
ভারতীয় বোলারদের মধ্যে চারটি করে উইকেট পান ভুবেনশ্বর কুমার ও মোহাম্মদ শামি। আরেক পেসার উমেশ যাদব বাকি দুটি উইকেট দখল করেন। ১৯৮৬ সালের পর ভারতীয় তিন পেসার এক ইনিংসে দুটি বা তার বেশি উইকেট লাভ করলেন।
বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, ১৯ নভেম্বর, ২০১৭
এমএমএস