সাকিবদের ছুঁড়ে দেয়া ১২৯ রানের লক্ষ্য তাড়া করতে নামা কুমিল্লা ১৭তম ওভারে স্বদেশী মোহাম্মদ আমিরের বোলিং নৈপুণ্যে ১০৩ রানে ৬ উইকেট হারিয়ে যেভাবে ব্যাকফুটে চলে গিয়েছিল সেখান থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন মালিক।
তাই তার উচ্ছ্বসিত প্রশংসা না করে পারলেন না ভিক্টোরিয়ান্স দলপতি তামিম ইকবাল, ‘শোয়েব মালিকের কাছ থেকে আমি এমনটাই আশা করি।
সোমবার (২০ নভেম্বর) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে শোয়েব মালিক বন্দনায় মাতেন তামিম। শুধু মালিকের প্রশংসা করেই ক্ষান্ত খাকেননি। ঢাকাকে ১২৮ রানে গুটিয়ে দেয়ার মূল কারিগর আরেক পাকিস্তানি হাসান আলীকেও দিয়েছেন বাহবা। ৩.৩ ওভার বল করে ২০ রানের বিনিময়ে তুলে নিয়েছেন ৫টি উইকেট। যার সবকটিই বোল্ড আউট।
তাইতো তাকেও ক্রেডিট দিতে ভুললেন না তামিম, ‘হাসান আলি, পাঁচ উইকেট, পাঁচটাই বোল্ড। সে খুব সিম্পল বল করেছে, একটা প্ল্যান ছিল। কাজে লাগিয়েছে। ’
ম্যাচ মানেই যুদ্ধ। যা জিততে প্রতিটি দলেরই আলাদা আলাদা পরিকল্পনা থাকে। মূল ব্যাপারটি হলো তার সঠিক বাস্তবায়ন। যা ঢাকার বিপক্ষে নিপুণ হাতে করে বিপিএলে নিজেদের ৬ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে তামিমের কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ২০ নভেম্বর, ২০১৭
এইচএল/এমআরএম