সোমবার (২০ নভেম্বর) বিকেলে ফাইনাল খেলায় সফরত পাবনা জেলা ১ উইকেটে স্বাগতিক রাজশাহীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
খেলার শুরুতে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে নিজেদের ঝুড়িতে ২০১ রান তুলে নেয় স্বাগতিকরা।
বিপক্ষে সাব্বির আলম ২৪ রানে ২টি, মোমিন পারভেজ ৫০ রানে ৩টি ও সাগর ৩৬ রানে ২টি উইকেট তুলে নেন। অন্যরা একটি করে উইকেট পান।
সফররত পাবনা জেলা ২০২ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ৪৯.২ ওভারে ৯ উইকেট হারিয়ে টার্গেট পূরণ করে (২০২)। দলের পক্ষে সাব্বির আলম ৪৭, সালাউদ্দিন ৫৪ ও মাহমুদুল হাসান ২৫ রান করেন।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মধ্যে ট্রফি তুলে দেন রাজশাহী জেলা প্রশসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. হেলাল মাহমুদ শরীফ।
এ সময় উপস্থিত ছিলেন- রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রাফিউস সামস প্যাডি, সিলেক্টর শাহ নেওয়াজ শানু, ভেন্যু ম্যানেজার সাইফুল্লাহ খান জেম প্রমুক।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
এসএস/জিপি