দু’দিন বিরতির পর শুক্রবার (২৪ নভেম্বর) থেকে রংপুর-খুলনা ম্যাচ দিয়ে বিপিএলের পঞ্চম আসরের তৃতীয় ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চট্টগ্রাম পর্ব শুরু হবে।
মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টার হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামবে দুই তারকাসমৃদ্ধ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস ও রংপুর রাইডার্স।
নিজেদের সবশেষ ম্যাচে খুলনা চিটাগং ভাইকিংসের বিপক্ষে পাঁচ উইকেটের জয় পেলেও ঢাকার কাছে ৬৮ রানের বড় ব্যবধানে হার মানে রাজশাহী। সাত দলের পয়েন্ট টেবিলে ৬ ম্যাচে ৭ পয়েন্ট (৩ জয়, ২ হার, বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচে ১ পয়েন্ট) নিয়ে তৃতীয় স্থানে খুলনা টাইটান্স।
সমান ম্যাচে ২ জয় ও ৪টিতে হেরে ছয় নম্বরে রাজশাহী কিংস। পয়েন্ট ৪। শীর্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্স (৬ ম্যাচে পাঁচ জয়ে ১০)। ১ পয়েন্ট পিছিয়ে দুইয়ে এক ম্যাচ বেশি খেলা ঢাকা ডায়নামাইটস। চার নম্বরে সিলেট সিক্সার্স (৮ ম্যাচে ৭)। পাঁচে রংপুর রাইডার্স (পাঁচ ম্যাচে ৪) ও তলানিতে চিটাগং ভাইকিংস (৬ ম্যাচে ৩)।
বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, ২১ নভেম্বর, ২০১৭
এমআরএম