একটা সময় তো মাশরাফির সামনে ক্রিস গেইলও হয়ে যান দর্শক। ৬০ রানের জুটিতে যে গেইলের অবদান মাত্র ১৮।
তবে দিনশেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা মাশরাফি বিস্ময় উপহার দিলেন আরও একবার। সরাসরি বলে দিলেন, 'নিজেকে আমি ব্যাটসম্যান ভাবি না। '
তিন নম্বরে নামার সিদ্ধান্তটা কিভাবে আসলো এমন প্রশ্নে মুখে হাসি নিয়ে মাশরাফির জবাব, রানটাও তখন হচ্ছিল না। আগের দুই ম্যাচেও তিনে নামার ইচ্ছে ছিল। কিন্তু হয়ে ওঠেনি। এবার নেমে গেলাম। আর কিছু সিদ্ধান্ত স্বভাববিরুদ্ধ না নিলে এমন ম্যাচ জেতা যায় না।
আগেও কখনো তিনে নেমেছেন কিনা তা স্বয়ং মনে নেই মাশরাফিরও। পরিসংখ্যান ঘেঁটেও এমন কিছু মেলেনি। তাই বলা যায় ‘প্রথমবার’ তিনে নেমেই বাজিমাত করলেন তিনি।
এই সাফল্যের রহস্যটা কি জানতে চাইলে তার সরল জবাব, ‘আমি নিজেকে ব্যাটসম্যান ভাবি না। আর নিজেও ব্যাটিংয়ে নেমে বড় কিছু করবো তা ভাবি না। দলের কাছেও সেই প্রত্যাশা রাখি না। এই সুযোগটাই নিই আমি। ’
সামনে কি আবারও তিনে নামার চিন্তা আছে? এমন প্রশ্ন মাশরাফি বলেন সেটা পরিস্থিতি বলবে। ব্যাট হাতে বিস্ফোরক ইনিংসের আগে বোলিংয়ে নিয়েছেন এক উইকেট। দিয়েছেন সামনে থেকে নেতৃত্বও। হয়েছেন ম্যাচসেরা।
শ্বাসরুদ্ধকর নাটকীয় ম্যাচটির শেষ বলে তাসকিন আহমেদকে ছক্কা মেরে জয় নিশ্চিত করেন থিসারা পেরেরা। দিন শেষে দল জেতায় মাশরাফির সেই ইনিংসের কথায় তাই আসছে বারবার। মাশরাফির ইনিংসটাই যে গড়ে দেয় পার্থক্য, ম্যাচ থেকে ছিটকে দেয় চিটাগং ভাইকিংসকে।
এবার থেকে দর্শকরা মাশরাফিকে তিন নম্বরে দেখার আশাটা বারবার করতেই পারেন...
বাংলাদেশ সময়য়: ২৩১০ ঘণ্টা, ২৫ নভেম্বর, ২০১৭
টিএইচ/টিসি/এমআরএম