আগামী ২৪ মাসে শানাকার নামের পাশে আরও একটি ডিমেরিট পয়েন্ট যোগ হলে, তিনি একটি টেস্ট অথবা দুটি ওয়ানডে কিংবা দুটি টি-টোয়েন্টিতে বাদ পড়বেন। যে ম্যাচগুলো আগে আসবে সেগুলোতেই খেলতে পারবেন না তিনি।
ভারতীয় ব্যাটিংয়ের ৫০তম ওভারের সময় টেলিভিশন ক্যামেরায় ধরা পড়ে, শানাকা বলের সিম পরিবর্তন করছেন।
শানাকার ব্যাপারে ম্যাচ রেফারি ডেভিড বুনের কাছে অভিযোগ করেন ম্যাচের মাঠের আম্পায়ার জোয়েল উইলসন ও রিচার্ড কেটেলবার্গ, তৃতীয় ও চতুর্থ আম্পায়ার নাইজেল লং ও চেতিহদি শামসুদ্দিন। তবে নিজের অপরাধ মেনে নেওয়ায় শানাকার কোনো শুনানির দরকার হয়নি।
বাংলাদেশ সময়: ০৮৪১ ঘণ্টা, ২৬ নভেম্বর, ২০১৭
এমএমএস