ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

দিবারাত্রির ঐতিহাসিক অ্যাশেজ টেস্টের প্রথম দিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৭
দিবারাত্রির ঐতিহাসিক অ্যাশেজ টেস্টের প্রথম দিন ছবি: সংগৃহীত

অ্যাশেজের ৩৩০তম টেস্টে এসে লেখা হলো নতুন ইতিহাস। প্রথমবারের মতো গোলাপি বলে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড দিবারাত্রির ম্যাচ উপভোগ করছেন দর্শকরা। অ্যাডিলেড ওভালে বৃষ্টিবিঘ্নিত প্রথম দিন শেষে অজিদের সংগ্রহ দাঁড়িয়েছে ৮১ ওভারে চার উইকেট হারিয়ে ২০৯।

ফ্লাডলাইটের আলোয় ৪৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে মাঠ ছাড়েন পিটার হ্যান্ডসকম্ব ও শন মার্শ। হ্যান্ডসকম্ব ৩৬ ও মার্শ ২০ রানে দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করবেন।

ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠান ইংলিশ ক্যাপ্টেন জো রুট। দলীয় ৩৩ রানের মাথায় রানআউটের শিকার হন আগের ম্যাচে সাদা পোশাকে অভিষিক্ত ক্যামেরন ব্যানক্রফট (১০)।

ডেভিড ওয়ার্নার ৪৭ রানে ক্রিস উকসের বলে জনি বেয়ারস্টোর গ্লাভসে ধরা পড়েন। উসমান খাজাকে (৫৩) জেমস ভিঞ্চির ক্যাচে পরিণত করেন জেমস অ্যান্ডারসন। অজি অধিনায়ক স্টিভেন স্মিথকে (৪০) বোল্ড করে আন্তর্জাতিক অভিষেকে প্রথম উইকেটের স্বাদ নেন তরুণ ডানহাতি ইংলিশ পেসার ক্রেইগ ওভারটন।

ব্রিসবেনে অনুষ্ঠিত প্রথম টেস্টে ১০ উইকেটের দাপুটে জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ তে লিড নেয় স্মিথের দল। এবার ঐতিহাসিক ডে-নাইট টেস্টে দু’দলের মর্যাদার লড়াই চলছে।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ২ ডিসেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।