ঢাকা, শুক্রবার, ১৯ আশ্বিন ১৪৩১, ০৪ অক্টোবর ২০২৪, ০০ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

১৩৮ রানে শেষ অজিদের ইনিংস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৭
১৩৮ রানে শেষ অজিদের ইনিংস ছবি:সংগৃহীত

অ্যাশেজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৩৮ রানে গুটিয়ে গেল অস্ট্রেলিয়া। তবে ইংল্যান্ডকে ঠিকই ৩৫৪ রানের বড় টার্গেট দিয়েছে অজিরা। যেখানে স্বাগতিকরা প্রথম ইনিংসে আট উইকেট হারিয়ে ৪৪২ রানে ঘোষণা করেছিল। জবাবে ইংল্যান্ড প্রথম ইনিংসে ২২৭ রান করতে পারে।

অ্যাডিলেডে দিবা-রাত্রির এ টেস্টে ৫৩ রানে চার উইকেট হারানো অজিরা চতুর্থ দিন ব্যাটিংয়ে নেমে মাত্র ৮৫ রান যোগ করতে পারে। জেমস অ্যান্ডারসন ও ক্রিস ওকসের ভয়ঙ্কর বোলিংয়ের সামনে স্টিভেন স্মিথরা দাঁড়াতেই পারেননি।

দলের হয়ে হাফসেঞ্চুরি দূরের কথা কেউ ২০ রানের বেশি করতে পারেনি।

২২ ওভারে সাত মেডেনসহ ৪৩ রানের বিনিময়ে পাঁচ উইকেট তুলে নেন অ্যান্ডারসন। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো পাঁচ উইকেট শিকার করলেন অভিজ্ঞ এ পেসার। চার উইকেট পান ওকস। বাকি উইকেটটি ক্রেইগ ওভারটনের দখলে যায়।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, ০৫ ডিসেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।