ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ক্রিকেট

কুমিল্লার বিপক্ষে ব্যাটিংয়ে খুলনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৭
কুমিল্লার বিপক্ষে ব্যাটিংয়ে খুলনা ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৩৯তম ম্যাচে মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইটান্স। যেখানে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন খুলনা অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দু’দলের আগের দেখায় বড় জয় পেয়েছিল কুমিল্লা।

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুপুর একটায় ম্যাচটি শুরু হয়।

কুমিল্লা লিগের খেলায় দুই ম্যাচ বাকি থাকতেই আসরের শীর্ষস্থান নিজেদের করে নিয়েছে।

তবে খুলনার জন্য এ ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা এ ম্যাচ জিতলে শীর্ষ দুইয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাদের। আর শীর্ষ দুইয়ে থাকলে ফাইনালে যাওয়ার জন্য দু’বার সুযোগ থাকে।

১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কুমিল্লা। ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ঢাকা ডায়নামাইটস। তবে ঢাকার সমান পয়েন্ট পেলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় তৃতীয় খুলনা।

খুলনা: নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, নিকোলাস পুরান, আরিফুল হক, কার্লোস ব্র্যাথওয়েট, আবু জায়েদ, মোহাম্মদ ইরফান, আফিফ হোসেন, বেনি হাওল, মাইকেল ক্লিঙ্গার, মোশারফ হোসেন, রুবেল হোসেন

কুমিল্লা: তামিম ইকবাল, ইমরুল কায়েস, আল আমিন, মাহেদি হাসান, রকিবুল হাসান, মেহেদি হাসান রানা, জস বাটলার, মারলন স্যামুয়েলস, গ্রায়েম ক্রেমার, সলোমন মায়ার, শোয়েব মালিক।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ০৫ ডিসেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।