ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সিরিজ নির্ধারণী ম্যাচে নিষিদ্ধ উইন্ডিজ ক্যাপ্টেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৭
সিরিজ নির্ধারণী ম্যাচে নিষিদ্ধ উইন্ডিজ ক্যাপ্টেন ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জে অধিনায়ককে ছাড়াই নামতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। ১২ মাসের মধ্যে দ্বিতীয়বার স্লো ওভার রেটের কারণে একটি টেস্ট ম্যাচে নিষিধাজ্ঞা পেয়েছেন জেসন হোল্ডার।

ওয়েলিংটন টেস্টে ইনিংস ব্যবধানে হারের লজ্জায় ডোবে ক্যারিবীয়রা। নির্ধারিত সময়ের তুলনায় তিন ওভার পিছিয়ে থাকায় হোল্ডারের ম্যাচ ফি’র ৬০ শতাংশ কেটে রাখা হয়েছে।

দলের অন্য সদস্যের ৩০ শতাংশ হারে।

আইসিসির নিয়ম অনুযায়ী, প্রতি ওভার ঘাটতিতে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়। অধিনায়কের দ্বিগুণ। গত এপ্রিলে কিংস্টনে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ছোটখাট স্লো ওভার রেটের আওতায় পড়েছিলেন হোল্ডার। তার নেতৃত্বে ১২ মাসের মধ্যে এর পুনরাবৃত্তি হওয়ায় তা এক ম্যাচের নিষেধাজ্ঞায় রূপ নিল।

হ্যামিল্টনে আগামী ৯ ডিসেম্বর দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ৫ ডিসেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।