ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সিরিজ হারলো রুমানারা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৭
সিরিজ হারলো রুমানারা বাংলাদেশ নারী ক্রিকেট দল / ছবি: সংগৃহীত

লতা মন্ডল ও ‍রুমানা আহমেদের অর্ধশতকের পরেও ভারতের ‘এ’ দলের মেয়েদের হাত থকে সিরিজ বাঁচাতে পারলো না বাংলাদেশ নারী ‘এ’ দল। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেটের পরাজয়ে ২-০ তে সিরিজ হেরে গেল সফরকারীরা।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) হুবলির কেএসসিএ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৯৫ রান সংগ্রহ করে টাইগ্রেসরা। লতা মন্ডল ১২০ বল খেলে ৫ চারে করেন ৭১।

রুমানার ব্যাট থেকে আসে ৮৩ বলে ৬৫।

জবাবে ৪৮.১ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় স্বাগতিকরা। ভেলাস্বামি ভানিথা ৪২, নেহার ৪৪ ও এনএম চৌধুরী করেন ৫৬ রান।

বল হাতে সালমা খাতুন, খাদিজাতুল কুবরা ও অধিনায়ক রুমানা আহমেদ নেন ১টি করে উইকেট।

শুক্রবার (৮ ডিসেম্বর) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দু’দল।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ৫ ডিসেম্বর, ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।