ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

লাল বলের ক্রিকেটে ফিরছেন স্টেইন-ডি ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৯ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৭
লাল বলের ক্রিকেটে ফিরছেন স্টেইন-ডি ভিলিয়ার্স ডেল স্টেইন ও এবি ডি ভিলিয়ার্স / ছবি: সংগৃহীত

টেস্ট ক্রিকেটে ফেরার আরও কাছে এবি ডি ভিলিয়ার্স ও ডেল স্টেইন। জিম্বাবুয়ের বিপক্ষে বক্সিং ডে টেস্ট সামনে রেখে গোলাপি বলে তিনদিনের দিবারাত্রির প্রস্তুতি ম্যাচের স্কোয়াডে আছেন দু’জন।

আগামী ২০ ডিসেম্বর পার্লের বোল্যান্ড পার্কে ওয়ার্মআপ ম্যাচে জিম্বাবুয়েকে আতিথ্য দেবে দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশ। পোর্ট এলিজাবেথে একমাত্র ডে-নাইট টেস্ট শুরু ২৬ ডিসেম্বর।

ঘরের মাটিতে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ (কেপটাউনে ৫ জানুয়ারি শুরু) সামনে রেখে জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নিতে যাচ্ছে প্রোটিয়ারা। অবশ্য ভারত সিরিজে কোনো ডে-নাইট টেস্ট নেই।

সবশেষ ২০১৬ সালের জানুয়ারিতে সাদা পোশাকে মাঠে নেমেছিলেন ডি ভিলিয়ার্স। ১০৬ টেস্টে ৫০.৪৬ গড়ে ৮০৭৪ রানের মালিক প্রোটিয়া ব্যাটিং জিনিয়াস। সেঞ্চুরি ২১টি। পেস আইকন স্টেইন গত বছরের নভেম্বরে ৮৫তম টেস্ট খেলেছিলেন। উইকেট ৪১৭টি।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, ৬ ডিসেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।