ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

বাজে শুরুকে দায়ী করলেন তামিম

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৭
বাজে শুরুকে দায়ী করলেন তামিম সংবাদ সম্মেলনে তামিম ইকবাল (ফাইল ফটো)

ঢাকা: বিপিএলের চলতি আসরের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে ঢাকা ডায়নামাইটসের দেওয়া ১৯২ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি কুমিল্লা ভিক্টোরিয়ানসের। দলীয় ৮ রানেই প্যাভিলনে ফেরেন দুই টপ অর্ডার লিটন দাস ও জশ বাটলার। তাদের বিদায়ের পর ২১ রান যোগ হতে না হতেই বিদায় নিয়েছেন আরেক টপ অর্ডার ইমরুল কায়েস।

আর এ বিষয়টিকেই হারের বড় কারণ হিসেবে দায়ী করছেন কুমিল্লার দলপতি তামিম ইকবাল।

‘আমার বিশ্বাস ছিলো ১৯২ রান টপকে যেতে পারবো।

এমন না যে এ সংগ্রহ কেউই কখনও টপকায়নি। কিন্তু যেভাবে আমরা শুরু করেছি সেটা ঠিক ছিলো না। প্রথম ৩/৪ ওভারে তিন উইকেট পড়ে যাওয়ায় কাজটি আরো কঠিন হয়ে যায়। ’

শুক্রবার (০৮ ডিসেম্বর) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এমটাই বললেন কুমিল্লার দলপতি তামিম ইকবাল।

সত্যিইতো বলেছেন তামিম। এতো বড় লক্ষ্য তাড়া করতে নেমে ২৯ রানে তিন টপ অর্ডারকে হারালে যে দলেরই ভিত নড়তে বাধ্য। প্রথম কোয়ালিফায়ারে সাকিবের ঢাকার কাছে তামিমের কুমিল্লা ৯৫ রানে হেরেছে সত্যি, কিন্তু গ্রুপ পর্বের পুরোটাই তারা ছিলো দুর্দান্ত। বিপিএলে চলতি আসরের শুরুটা হার দিয়ে করলেও পরের ম্যাচেই ঘুড়ে দাঁড়িয়েছে। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত এ দলটিকে গ্রুপ পর্বে হারের গ্লানি সইতে হয়েছে আর মাত্র দু’টি ম্যাচে। বাকি ৯টিতেই এসেছে অমূল্য জয়।

সেখানে থেকেই শুক্রবার সন্ধ্যা ৭টায় বিপিএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে সাকিবের ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে নেমেছিলো মোহাম্মদ সালাহউদ্দিনের শিষ্যরা।

কিন্তু শেষ চারে এসে সেই ঢাকার কাছে তাদের হেরে যেতে হলো, যাদের গ্রুপ পর্বে দু’বারই হারিয়েছে ২০১৫ চ্যাম্পিয়নরা।  তাই দিনটিকে খারাপ বলে আখ্যা দিলেন টাইগারদের এ ড্যাশিং ওপেনার। ‘দিনটিকে আমি আমাদের জন্য ‘খারপ’ই বলবো। আমরা পুরো টুর্নামেন্ট যেভাবে খেলেছি তাতে এমন পারফরম্যান্সের পর এছাড়া বলার আর কিছুই নেই। আমি কাউকেই দোষ দিবো না। তবে আমরা আরো ভালো খেলতে পারতাম। বেশির ভাগ ম্যাচেই আমাদের বোলাররা জিতিয়েছে। কিন্তু আজ তাদের দিনটি ভালো যায়নি। ’

তবে এখানেই থামতে চাইছেন না এ ভিক্টোরিয়ানস দলপতি। কেননা ঢাকার কাছে হেরে গেলেও টুর্নামেন্টের ফাইনালে যাওয়ার পথটি তাদের রুদ্ধ হয়ে যায়নি। ১০ নভেম্বর দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুরকে হারাতে পারলেই ফাইনালের টিকিট নিশ্চিত হবে ভিক্টোরিয়ানসদের। তবে এ যাত্রায় আর ভুল করতে চাইছেন না। ‘গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের আরও একটি ম্যাচ আছে। ওই, ম্যাচে আমাদের ভুলগুলো শুধরে নিলেই হবে। ’

বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৭
এইচএল/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।