ঢাকা, রবিবার, ২৪ ভাদ্র ১৪৩১, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪ রবিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সিরিজে ধবলধোলাই ক্যারিবীয়দের জরিমানা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
সিরিজে ধবলধোলাই ক্যারিবীয়দের জরিমানা ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ ওয়েস্ট ইন্ডিজ। ওয়েলিংটনে ইনিংস ব্যবধানে হারের পর হ্যামিল্টন টেস্টে ২৪০ রানের বড় ব্যবধানে পরাজয় বরণ করে ক্যারিবীয়রা। সঙ্গে যোগ হলো জরিমানা।

স্লো ওভার রেটের কারণে অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েটকে ম্যাচ ফি’র ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। দলের অন্য সদস্যদের ২০ শতাংশ হারে।

নির্ধারিত সময়ের তুলনায় ২ ওভার পিছিয়ে ছিল তারা।

১২ মাসের মধ্যে দ্বিতীয়বার স্লো ওভার রেটের জেরেই এক ম্যাচের নিষেধাজ্ঞায় সিরিজ বাঁচানোর ম্যাচে খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডার। তার জায়গায় নেতৃত্বভার নিয়ে ওয়েলিংটন টেস্টের পুনরাবৃত্তি টানলেন ব্রাথওয়েট।

জরিমানার শাস্তি মেনে নেওয়ায় এ ব্যাপারে শুনানির প্রয়োজন নেই। আগামী ১২ মাসের মধ্যে ব্রাথওয়েটের অধিনায়কত্বে উইন্ডিজ টিম আরেকটি ছোটখাট স্লো ওভার রেট হলে তিনিও নিষেধাজ্ঞার আওতায় পড়বেন।  

আইসিসির নিয়ম অনুযায়ী, প্রতি ওভার ঘাটতিতে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়। অধিনায়কের দ্বিগুণ।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, ১২ ডিসেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।