ঢাকা, শুক্রবার, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

আইপিএলে পাঞ্জাবের কোচ হজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
আইপিএলে পাঞ্জাবের কোচ হজ ছবি:সংগৃহীত

অস্ট্রেলিয়ান ক্রিকেটার ব্র্যাড হজকে আইপিএলের দল কিংস ইলিভেন পাঞ্জাবের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে আসরটির গত দুই মৌসুমে গুজরাট লায়ন্সের কোচের পদে ছিলেন তিনি। জানা যায় ভারতীয় সাবেক ক্রিকেটার বিরেন্দ্র শেওয়াগ দলটির মেন্টরের পাশাপাশি ডিরেক্টর হিসেবেও থাকবেন।

গতবার সঞ্জয় বাঙ্গার প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করলে দায়িত্ব পালন করেছিলেন শেওয়াগ। যেখানে মৌসুমটি খারাপ যায়নি দলটির।

প্লে-অফে খেলা পাঞ্জাব আসরটির রানারআপ রাইজিং পুনে সুপারজায়ান্টের কাছে হেরে বিদায় নেয়।

৪২ বছর বয়সী হজ অবশ্য এখনও ক্রিকেটার হিসেবে খেলছেন। ২০১৭-১৮ বিগ ব্যাশে তিনি মেলবোর্ন রেনেগার্ডসের হয়ে খেলবেন। এছাড়া ঘরোয় টি-টোয়েন্টি লিগগুলোতে তিনি এখনও খেলে যাচ্ছেন।

গুজরাটে দুই মৌসুমের কোচ থাকাকালীন প্রথমবার ভালোই কাটে হজের। গ্রুপ পর্বে সবচেয়ে বেশি ম্যাচ জিতে প্লে-অফ খেলে। তবে সেবারের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে দ্বিতীয় কোয়ালিফায়ারে হেরে বিদায় নিতে হয়। অবশ্য দ্বিতীয় মৌসুম আসরের বাজে কাটে তার। দল তলানিতে থেকে দ্বিতীয়স্থানে শেষ করে।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, ১৪ ডিসেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।