ঢাকা, রবিবার, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ভারতীয় ক্রিকেটার রাহানের বাবা গ্রেফতার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
ভারতীয় ক্রিকেটার রাহানের বাবা গ্রেফতার ছবি:সংগৃহীত

ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার আজিঙ্কে রাহানের বাবা মধুকর রাহানেকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর সময় দিল্লির কোলাপুরে চার নম্বর সড়কে এক বৃদ্ধাকে ধাক্কা দেয় রাহানের বাবা মধুকরের গাড়ি।

গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মারা যান ৬৭ বছর বয়সী ওই নারী।  

পরিবার নিয়ে ছুটি কাটাতে বের হয়েছিলেন রাহানের বাবা।

মধুকর ছাড়াও আজিঙ্কা রাহানের মা এবং তার বোন ছিলেন গাড়িটিতে। ছুটি কাটাতে তারকারলি যাচ্ছিল রাহানের পরিবার। কাঙ্গাল এলাকায় ঢুকলে তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এক নারীকে ধাক্কা মারে। তবে রাহানে বর্তমানে ভারত দলের সঙ্গে থাকায় পারিবারিক ভ্রমণে ছিলেন না।  

ঘটনার সঙ্গে সঙ্গে মধুকর রাহানেকে গ্রেফতার করে পুলিশ। রাহানের বাবার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ এ, ৩৩৭, ৩৩৮, ২৭৯ এবং ১৮৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, ১৬ ডিসেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।