জাতীয় লিগে ১৯তম আসরে শেষ রাউন্ডে ঢাকা বিভাগকে ইনিংস ও ৪৯ রানের ব্যবধানে হারিয়ে শিরোপা জিতলো খুলনা। এবারের আগে রাজশাহীর সমান পাঁচ চ্যাম্পিয়ন ছিল খুলনার।
ম্যাচের শেষ দিন ইনিংস ব্যবধানে জেতা খুলনা ৮ পয়েন্ট পেয়েছে। সঙ্গে একটি বোনাস পয়েন্টও যোগ হয়েছে। আসরে ৬ ম্যাচে দুই জয় ও চার ড্র’তে ২৫ পয়েন্ট নিয়ে শিরোপা জিতলো তারা।
বিকেএসপির তিন নম্বর মাঠে শনিবার প্রথম সেশনেই ঢাকার দ্বিতীয় ইনিংস থামে ২৯৭ রানে। প্রতিপক্ষে শেষ ৬ উইকেট তুলে নেয় মিরাজ-মোস্তাফিজ-রাজ্জাকরা। এর আগে প্রথম ইনিংসে জাতীয় দলের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ ৭ উইকেট তুলে ঢাকাকে ১১৩ রানে বিধ্বস্ত করেন।
জবাবে এনামুল হক বিজয়ের ডাবল সেঞ্চুরি (২০২) ও মেহেদি হাসানের ১৭৭ রানে ভর করে ৮ উইকেট হারিয়ে ৪৫৯ রান করে ইনিংস ঘোষণা করে খুলনা। তবে দুই ইনিংস ব্যাট করেও তা টপকাতে পারেনি ঢাকা।
তৃতীয় দিন শেষে চার উইকেট হারিয়ে ১৬৯ রান তুলেছিল ঢাকা। শেষ ৬ উইকেট হারায় ১২৮ রান তুলে। রকিবুল হাসান ৫৮, তাইবুর পারভেজ ৫৩ ও মোহাম্মদ শরিফ ৪৭ ও নাদিফ চৌধুরী করেন ৪৩ রান।
খুলনার বোলার মিরাজ ও রুবেল হোসেন নিয়েছেন তিনটি করে উইকেট। আব্দুর রাজ্জাক দুটি, মোস্তাফিজুর রহমান ও মেহেদি হাসান নেন একটি করে উইকেট।
দুই ইনিংস মিলে ১০ উইকেট নিয়ে ম্যাচসেরা মিরাজ।
বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, ২৩ ডিসেম্বর, ২০১৭
এমএমএস