ঝড়ো সেঞ্চুরি হাঁকিয়েছেন ওপেনার কলিন মানরো (১০৪)। ৩টি চার ও ১০ ছক্কায় শতক পূরণ করেন ৪৭ বলে।
টম ব্রুস ১৪ বলে ২৩, আনারু কিচেন ৩ বলে ৯ (রানআউট) ও অধিনায়ক কেন উইলিয়ামসন ৮ বলে ১৯ রান করেন। গ্লেন ফিলিপস ৪ বলে ৭ ও মিচেল স্যান্টনার ইনিংসের শেষ বলটি ছক্কায় পরিণত করেন। নির্ধারিত ওভার শেষে স্কোর দাঁড়ায় পাঁচ উইকেটে ২৪৩। কার্লোস ব্রাথওয়েট দু’টি, একটি করে উইকেট নেন জেরম টেইলর ও অভিষিক্ত রায়াদ এমরিত।
ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এটি সপ্তম সর্বোচ্চ দলীয় স্কোর। নিউজিল্যান্ডের আগের রেকর্ড ছিল ২১৪ রানের। টি-টোয়েন্টিতে দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের ২৪৫ রানের কীর্তি রয়েছে। এ তালিকায় নাম্বার ওয়ান পজিশনে অস্ট্রেলিয়া (২৬৩)।
তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে কিউইরা। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।
বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, ৩ জানুয়ারি, ২০১৮
এমআরএম