সিডনি পৌঁছে আগামী ৯ ও ১০ জানুয়ারি অনুষ্ঠেয় বিশ্ব ক্রিকেটের সাবেক ও বর্তমান সেরাদের হেভিওয়েট এই সভায় তিনি অংশ নেবেন। সাকিবের পাশাপাশি এবারের সভায় জায়গা পেয়েছেন নতুন আরও তিন সদস্য।
২০০৬ সালে প্রতিষ্ঠিত এমসিসি ক্রিকেট কমিটিতে থাকেন সাবেক-বর্তমান ক্রিকেটার ও আম্পায়াররা। বছরে দুবার করে বসে এই সভা। কমিটির বর্তমান চেয়ারম্যান ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইক গ্যাটিং।
বিশ্ব ক্রিকেটের প্রাসঙ্গিক নানাবিধ বিষয় নিয়ে এই কমিটি আলোচনা করে। ক্রিকেটের আইন-কানুন পরিবর্তন, পরিবর্ধন, ভালো-মন্দ সবকিছুই নিয়ে আইসিসিকে সুপারিশ করে এই কমিটি। পরে তা আইসিসি সভায় অনুমোদন সাপেক্ষে বাস্তবায়ন হয়।
জানুয়ারিতে সিডনিতে প্রথম সভার পর বছরের দ্বিতীয় সভাটি অনুষ্ঠিত হবে এ বছরের আগস্টের ৬ ও ৭ তারিখ, লর্ডসে।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ৬ জানুয়ারি ২০১৮
এইচএল/এমএমএস