আল আমিনের বোলিং পরীক্ষার সময় মাঠের উইকেট ছয়টি ক্যামেরা বসানো হয়। আনুমানিক ৬ ওভার বোলিং করেন এই পেসার।
সদ্য সমপ্ত বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স’র হয়ে খেলা এই পেসার প্রথমে একটি ডেলিভারির কারণে অভিযুক্ত হন। বিপিএল শেষে ভিডিও বিশ্লেষণের মাধ্যমে রিভিউ কমিটি নিশ্চিত হন যে, তার বেশ কয়েকটি ডেলিভারেই ছিল ত্রুটিপূর্ণ। অভিযুক্ত হওয়ার পর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কাছে বোলিং শোধরাতে কাজ করেন আল আমিন।
এর আগে ২০১৪ সালের সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম টেস্টে আল-আমিন হোসেনের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ ওঠে। পরে ওই বছরের নভেম্বরে চেন্নাইয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষায় পাস করে ফেরেন আন্তর্জাতিক ক্রিকেটে।
বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, ৭ জানুয়ারি, ২০১৮
এইচএল/এমএমএস