ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্রিসবেনেও ধরাশায়ী অজিরা, উড়ছে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
ব্রিসবেনেও ধরাশায়ী অজিরা, উড়ছে ইংল্যান্ড ছবি: সংগৃহীত

টানা দুই ম্যাচেই বৃথা গেল অ্যারন ফিঞ্চের সেঞ্চুরি। মেলবোর্নের পর ব্রিসবেনে ইংল্যান্ডের কাছে ধরাশায়ী অস্ট্রেলিয়া। অ্যাশেজে ভরাডুবির পর রঙিন পোশাকে উল্টো দাপট দেখাচ্ছে ইংলিশরা। দ্বিতীয় ওয়ানডেতে অজিদের ছুঁড়ে দেওয়া ২৭১ রানের টার্গেট অনায়াসেই ৩৪ বল ও চার উইকেট হাতে রেখে টপকে যায় ইয়ন মরগানের দল।

জনি বেয়ারস্টো ৬০, অ্যালেক্স হেলস ৫৭, অধিনায়ক মরগান ২১, জস বাটলারের ব্যাট থেকে আসে ৪২। জো রুট ৪৬ ও ক্রিস উকস ৩৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

আগের ম্যাচে ১৮০ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলা ওপেনার জেসন রয় ২ রান করে আউট হন। চারটি উইকেট দখল করেন মিচেল স্টার্ক। অন্য দু’টি নেন ওয়ানডে অভিষিক্ত তরুণ পেসার জাই রিচার্ডসন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৭০ রান তোলে অজিরা। ১০৬ রান করেন ফিঞ্চ। ডেভিড ওয়ার্নার ৩৫ রানে বিদায় নেন। অধিনায়ক স্টিভেন স্মিথ ১৮, মিচেল মার্শ ৩৬, আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত উইকেটরক্ষক-ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি ২৭ রানে রানআউটের ফাঁদে পড়েন। ১৫ রানে অপরাজিত থাকেন ক্যামেরন হোয়াইট।

ম্যাচ সেরা জো রুট ও আদিল রশিদ দু’টি করে উইকেট লাভ করেন। একটি করে নেন ক্রিস উকস, লিয়াম প্লাঙ্কেট ও মঈন আলী।

সিডনিতে আগামী রোববার (২১ জানুয়ারি) পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। খেলা শুরু বাংলাদেশ সময় সকাল ৯টা ২০ মিনিটে। সিরিজে টিকে থাকতে স্বাগতিকদের হার এড়ানোর বিকল্প নেই। দুই ম্যাচ হাতে রেখেই ট্রফিতে চোখ রাখছে টেস্ট সিরিজে ৪-০ তে (এক ম্যাচ ড্র) বিধ্বস্ত ইংল্যান্ড। মেলবোর্নে অনুষ্ঠিত প্রথম ওডিআইতে ৩০৪ রান করেও পাঁচ উইকেট হারের হতাশায় ডোবে স্মিথের দল।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, ১৯ জানুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।