ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বল করলেন ১১ জনই!

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
বল করলেন ১১ জনই! ...

ঢাকা: টেস্ট ক্রিকেটে এমন ঘটেছে ৪ বার। প্রথম শ্রেণিতে হয়েছে অনেকবারই। বাংলাদেশের প্রথম শ্রেণিতে এমন ঘটনা একবারও ঘটেছে কী না মনে করা দুষ্কর। তবে এতদিন তা না হলেও এবার তাই করে দেখালো মধ্যাঞ্চল।

বিসিএলের তৃতীয় রাউন্ডের ম্যাচে ইসলামি ব্যাংক পূর্বাঞ্চলের দুই ওপেনার মেহেদি মারুফ ও তাসামুল হককে আউট করতে বোলিং করেছেন ১১ জনই। বাদ যাননি উইকেটরক্ষক ইরফান শুক্কুরও।

তার বোলিংয়ের সময় উইকেটরক্ষক ছিলেন সাদমান ইসলাম অনিক।

কিন্তু বিধি বাম। তবুও সাফল্য পাননি তারা। দিন শেষে মারুফের ১১২ ও তাসামুলের অপরাজিত ১০৮ রানে ম্যাচটি ড্র হয়েছে।

মধ্যাঞ্চলের হয়ে আবু হায়দার রনি ৪ ওভার, তাসকিন আহমেদ ৫, শুভাগত হোম ১, রবিউর ইসলাম ৩, মোশাররফ হোনে রুবেল ১২, ইরফান শুক্কুর ৩, রকিবুল হাসান ৪, মেহরাবন হোসেন জুনিয়র ৫ ও সাদমান ইসলাম অনিক ২ ওভার বল করেছেন।

প্রথম ইনিংসে পূর্বাঞ্চলের ৭৩৫ রানের বড় সংগ্রহের জবাবে ব্যাটিংয়ে নামা মধ্যাঞ্চল তৃতীয় দিনের সংগ্রহ ৭ উইকেটে ৩৫২ রান নিয়ে চতুর্থ দিনে ৪২৮ রানে অলআউট হলেও ফলোঅন করায়নি।

পূর্বাঞ্চলের হয়ে সোহাগ গাজী ৭টি, এনামুল হক জুনিয়র ২টি ও খালেদ আহমেদ নিয়েছেন ১টি উইকেট।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ২৪ জানুয়ারি, ২০১৮
এইচএল/এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।