ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ঢাকায় ফিরেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা দল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৮
ঢাকায় ফিরেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা দল ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অম্ল মধুর প্রথম টেস্ট শেষে দ্বিতীয় টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দল। 

ইউএস বাংলা এয়ারলাইন্সযোগে সকাল ১১টা ১০ মিনিটে হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা থাকলেও ফ্লাইট বিলম্বিত হওয়ায় তা দুপুর ১২টা ৪০ মিনিটে অবতরণ করে। ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কমত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শেষে টেস্ট সিরিজ খেলতে ঢাকা থেকে চট্টগ্রামে যায় বাংলাদেশ ও শ্রীলঙ্কা টিম।

 রোববার (৪ ফেব্রুয়ারি) চট্টগ্রাম টেস্টের পঞ্চম ও শেষ দিনে ড্র মেনে নেয় দু’দল। স্কোর: বাংলাদেশ ৫১৩ ও ৩০৭/৫, শ্রীলঙ্কা ৭১৩/৯ ডিক্লেয়ার।

মিরপুরে ৬ ও ৭ ফেব্রুয়ারি অনুশীলন শেষে ৮ ফেব্রুয়ারি শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। একই ভেন্যুতে ১৫ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। পরদিন দুই দল চলে যাবে সিলেট। ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম১৭ ফেব্রুয়ারি অনুশীলন শেষে ১৮ ফেব্রুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টির মধ্য দিয়ে সিরিজের সমাপ্তি ঘটবে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ৫ ফেব্রুয়ারি, ২০১৮
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।