ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বড় স্কোরের পথে লঙ্কানরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
বড় স্কোরের পথে লঙ্কানরা ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এ ম্যাচ জিতে সিরিজে ১-১ ব্যবধানে সমতা আনার সুযোগ থাকছে টাইগার শিবিরে। তবে শুরু থেকেই স্বাগতিক বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে বড় স্কোরের দিকে এগিয়ে যাচ্ছে লঙ্কানরা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১০ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ বিনা উইকেটে ৯১। ব্যাটিংয়ে আছেন কুশাল মেন্ডিস (৪৯) ও দানুসকা গুনাথিলাকা (৩৭)।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৫ টায় ম্যাচটি শুরু হয়। এই ভেন্যুতে প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ।

এ ম্যাচে ইনজুরি কাটিয়ে ফিরেছেন বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল। অনুশীলনে চোট পাওয়ায় প্রথম টি-২০ খেলতে পারেননি তিনি। এছাড়া অভিষেক হয়েছে পেসার আবু জায়েদ রাহি ও স্পিনার মেহেদি হাসান। আর সাব্বির রহমানের পরিবর্তে দলে এসেছেন মোহাম্মদ মিঠুন।

এর আগে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে ভালো ব্যাটিং করেও বোলিং ব্যর্থতায় হারতে হয় স্বাগতিকদের। ফলে সিরিজে ১-০তে এগিয়ে যায় সফরকারী শ্রীলঙ্কা।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদি হাসান, আরিফুল হক, নাজমুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আবু জয়দে।

শ্রীলঙ্কা একাদশ: উপুল থারাঙ্গা, দানুসকা গুনাথিলাকা, কুসাল মেন্ডিস, দিনেশ চান্দিমাল (অধিনায়ক), জীবন মেন্ডিস, থিসারা পেরেরা, দাসুন শানাকা, অমিলা আপোনসো, আকিলা ধনাঞ্জয়া, শেহান মাদুশঙ্কা, ইসুরু উদানা।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ১৮ ফেব্রুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।