ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশেষজ্ঞের পরামর্শ নিতে থাইল্যান্ডে সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
বিশেষজ্ঞের পরামর্শ নিতে থাইল্যান্ডে সাকিব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

শতভাগ চোটমুক্ত না হলেও সাকিব আল হাসানকে অধিনায়ক করেই শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় ত্রিদেশীয় টি-২০ সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ। প্রথমদিকের দুয়েকটি ম্যাচে খেলা নিয়ে রয়েছে সংশয়। মাঠে ফিরতে মরিয়া সাকিব বিশেষজ্ঞের পরামর্শ নিতে চলে গেছেন থাইল্যান্ডে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা যায়, সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে থাইল্যান্ডে উড়াল দেন সাকিব। তবে বিষয়টি জানাজানি হয়নি।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ‍দু’জন অর্থোপেডিক বিশেষজ্ঞের সঙ্গে তার অ্যাপয়েনমেন্ট। এরপর দেশে ফিরে আসার কথা রয়েছে।

গত মাসের শেষদিকে মিরপুরে অনুষ্ঠিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পেয়ে মাঠ ছাড়েন সাকিব। এরপর থেকেই প্রতিযোগিতামূলক ম্যাচের বাইরে বিশ্বসেরা অলরাউন্ডার। মিস করেন লঙ্কানদের বিপক্ষে টেস্ট ও টি-২০ সিরিজ। ইতোমধ্যে অনুশীলনে ফিরলেও শতভাগ ফিট নন তিনি।

সাকিবের আঙুলের চোট এখনো পুরোপুরি সারেনিলঙ্কানদের মাটিতে ভারতকে নিয়ে চ্যালেঞ্জিং টি-২০ সিরিজ দিয়ে খেলায় ফিরতে চোখ রাখছেন ত্রিশ বছর বয়সী সাকিব। প্রথমদিকে তার অনুপস্থিতির শঙ্কার কথা শুনিয়েছেন স্বয়ং বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন। সাকিব নিজেও যে চিন্তিত, থাইল্যান্ডে যাওয়াতেই তা স্পষ্ট!

আগামী ৪ মার্চ কলম্বোর উদ্দেশে দেশ ছাড়বে টিম বাংলাদেশ। ৬ মার্চ উদ্বোধনী ম্যাচে লঙ্কানদের মোকাবিলা করবে ভারত। দু’দিন পর টিম ইন্ডিয়াকে চ্যালেঞ্জ জানাবে টাইগাররা।

রাউন্ড রবিন পদ্ধতিতে প্রত্যেকে দু’বার করে একে অপরের মুখোমুখি হবে। ফাইনাল ১৮ মার্চ। একমাত্র ভেন্যু কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সবকটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, ২৭ ফেব্রুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।