ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফাইনালে সাব্বিরের ৭৭ রানের ইনিংস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
ফাইনালে সাব্বিরের ৭৭ রানের ইনিংস ছবি: সংগৃহীত

কলম্বোতে ত্রিদেশীয় টি-২০ সিরিজের ফাইনালে ভারতের বিপক্ষে লড়াকু স্কোরে চোখ রাখছে টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ। চাপের মুখে এক প্রান্ত আগলে রেখে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন রানে ফেরা সাব্বির রহমান। ১৯তম ওভারে উনাদকাতের বলে বোল্ড হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৫০ বলে ৭৭।

এ রিপোর্ট লেখা অবধি ১৯ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ১৪৮। সাব্বিরের সঙ্গে ভুল বোঝাবুঝিতে ১৫তম ওভারে রানআউট হন মাহমুদউল্লাহ রিয়াদ (২১)।

দু’জনের জুটিতে আসে ৩৬। মাহমুদউল্লাহর বিদায়ে ১০৪ রানে পঞ্চম উইকেটের পতন ঘটে। ১৭তম ওভারে রানআউট হন সাকিব আল হাসান (৭)।

দলীয় ৩৩ রানে তিন উইকেট হারানোর পর ৩৫ রানের জুটিতে প্রাথমিক চাপ সামাল দেন মুশফিক-সাব্বির। দলীয় ৬৮ রানে বিদায় নেন ইনফর্ম মুশফিকুর রহিম (৯)। লেগস্পিনার যুজভেন্দ্র চাহালের তৃতীয় শিকারে পরিণত হন ‘মি. ডিপেন্ডেবল’। বিজয় শংকরকে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে।

দারুণ শুরুর পর হঠাৎই যেন ছন্দপতন! ৬ রানের মধ্যে তিন উইকেটের পতন ঘটে। তামিম-সৌম্যকে ফিরিয়ে জোড়া আঘাত হানেন চাহাল। পঞ্চম ওভারে ছক্কা হাঁকাতে গিয়ে লং-অনে বাউন্ডারি লাইনে শারদুল ঠাকুরের হাতে ধরা পড়েন তামিম। শরীরের ভারসাম্য রেখে দর্শনীয় ক্যাচ নেন তিনি। শিখর ধাওয়ানের তালুবন্দি হন সৌম্য সরকার (১)।

অাগের ওভারে অফস্পিনার ওয়াশিংটন সুন্দরকে মারতে গিয়ে শূণ্যে তুলে সুরেশ রায়নার হাতে ক্যাচ তুলে দেন ওপেনার লিটন। উদ্বোধনী জুটি থামে ২৭ রানে (৩.২ ওভার)।

প্রেমাদাসা স্টেডিয়ামে ফাইনাল বাধা টপকে প্রথমবারের মতো ট্রাইনেশন সিরিজের ট্রফি জয়ে চোখ রাখছে টিম বাংলাদেশ। রাউন্ড রবিন পর্বে ভারতকে হারাতে না পারলেও স্বাগতিক শ্রীলঙ্কাকে দুই ম্যাচেই হতাশায় ডুবিয়ে ফাইনালের টিকিট কাটে কোর্টনি ওয়ালশের শিষ্যরা।

পুরো দল এখন এখন উজ্জীবিত। চ্যালেঞ্জ এখন টি-টোয়েন্টিতে ভারতকে প্রথম হারের স্বাদ দিয়ে শিরোপা উল্লাসে মাতার। প্রথম ম্যাচ হারের পর টানা তিন জয়ে তরুণদের নিয়ে সামর্থ্যের জানান দেয় ধোনি-কোহলিবিহীন ভারত।

ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এখনো ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। সাতবারের মুখোমুখি লড়াইয়ে প্রতিবারই সঙ্গী হয়েছে হতাশা। কয়েকটি ম্যাচে জয়ের কাছাকাছি গিয়েও আক্ষেপে পুড়তে হয়। সবশেষ চলমান সিরিজে দ্বিতীয়বারের দেখায় জেগেছিল জয়ের সম্ভাবনা (১৭৭ তাড়া করে শেষদিকে রান তুলতে না পেরে ১৭ রানে হার)।

একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। একটি পরিবর্তন ভারতীয় দলে। পেসার মোহাম্মদ সিরাজের জায়গায় ফিরেছেন জয়দেব উনাদকাত।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু।

ভারতীয় একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, সুরেশ রায়না, মানিশ পাণ্ডে, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), বিজয় শংকর, ওয়াশিংটন সুন্দর, শারদুল ঠাকুর, জয়দেব উনাদকাত, যুজভেন্দ্র চাহাল।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, ১৮ মার্চ, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।