ঢাকা, শনিবার, ১৯ আশ্বিন ১৪৩২, ০৪ অক্টোবর ২০২৫, ১১ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

স্বাধীনতা দিবস ম্যাচে লাল দলের বিজয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৭, মার্চ ২৬, ২০১৮
স্বাধীনতা দিবস ম্যাচে লাল দলের বিজয় ছবি: সংগৃহীত

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম পরিণত হয় সাবেক ক্রিকেটারদের মিলনমেলায়। প্রদর্শনী ম্যাচটি উপভোগ করেছেন মাশরাফি-সাকিব-মুশফিকরা।

ছবি: সংগৃহীতহার-জিত বড় কিছু না হলেও কেউ কাউকে ছাড় দেয়নি। আতহার আলী খানের নেতৃত্বাধীন বাংলাদেশ সবুজ দলকে ৬ উইকেটে হারিয়েছে আকরাম খানের বাংলাদেশ লাল দল।

২০ ওভারের ম্যাচটিতে ১৬৭ রানের লক্ষ্যটা ১১ বল ও ৬ উইকেট হাতে রেখে টপকে যায় তারা।

ছবি: সংগৃহীতবিজয় দিবসের মতো স্বাধীনতা দিবসেও সাবেক ক্রিকেটারদের একত্রিত করে প্রদর্শনী প্রীতি ম্যাচ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আবাহনীয় অনুশীলন শেষে দর্শক সারিতে যোগ দেন মাশরাফি বিন মর্তুজা। ছিলেন সাকিব অাল হাসানও। বাউন্ডারির পাশে লাল-সবুজ জাতীয় পতাকা উড়িয়ে বাড়তি আকর্ষণ কাড়েন মুশফিকুর রহিম। সাবেক খেলোয়াড়দের স্ত্রী-সন্তানরাও বাদ যাননি। সবাই গ্যালারিতে বসে থেকে খেলা দেখেন।

ছবি: সংগৃহীতম্যাচ সেরার পুরস্কার জেতেন ব্যাট হাতে ঝড় তোলা হান্নান সরকার। ১০টি চার ও দুই ছক্কায় ২৪ বলে ৬১ রানের ইনিংস উপহার দেন তিনি। বাংলাদেশ দলের বর্তমান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর ব্যাট থেকে আসে ২৫ বলে ৩১। ১৮ বলে ২৮ রানে অপরাজিত থেকে সহজ জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন খালেদ মাহমুদ সুজন। দু’টি উইকেট লাভ করেন শফিউদ্দিন আহমেদ বাবু। অন্য দু’টি নেন মিজানুর রহমান বাবুল ও সাইফুল্লাহ খান।

ছবি: সংগৃহীতএর আগে প্রথমে ব্যাট করে সাত উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৬৬ রান তোলে সবুজ একাদশ। সর্বোচ্চ ৩৪ রান করেন রফিকুল ইসলাম খান। হারুনুর রশিদ লিটন ২৭ রান করে আউট হন। সমান ১৬ বলে ২৭ রানে অপরাজিত থাকেন জাহাঙ্গীর আলম। তিনটি করে উইকেট দখল করেন জাকির হাসান ও সুজন। অন্যটি তালহা জুবায়েরের।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, ২৬ মার্চ, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।