ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

লিটন দাশের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
লিটন দাশের সেঞ্চুরি ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা প্রিমিয়ার লিগে সুপার লিগের ম্যাচে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে লিজেন্ডস অব রূপগঞ্জের মুখোমুখি হয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। যেখানে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে লিটন দাশের সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২৫৭ রান করেছে দোলেশ্বর।

দারুণ ফর্মে থাকা লিটন জাতীয় দলের ক্যাম্প শেষ করে ফের প্রিমিয়ার লিগে যোগ দেন। আর ফিরেই ওপেনিংয়ে নেমে করলেন অসাধারণ এক সেঞ্চুরি।

১২৬ বলে ৯টি চার ও ২টি ছক্কায় ১০৭ রান করেন এই ডানহাতি ব্যাটসম্যান।

তিনি উদ্বোধনী জুটিতে ইমতিয়াজ হোসেনের সঙ্গে ৬৯ রান যোগ করেন। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ আসে ফজলে মাহমুদের ব্যাট থেকে। ৪২ রানে অপরাজিত থাকেন ইকবাল আব্দুল্লাহ।

প্রিমিয়ার লিগের এ ম্যাচের আগে লিটন নিদাহাস ট্রফিতে অংশ নিতে শ্রীলঙ্কা গিয়েছিলেন। তবে যাওয়ার আগে রাউন্ড রবিন লিগে নিজের শেষ ম্যাচে মোহামেডানের বিপক্ষে ১২৯ রানের ইনিংস খেলেছিলেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ২৫৮ রানে লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেছে রূপগঞ্জ।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, ২৭ মার্চ, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।